ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রিয়ালের দ্বিতীয় শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
রিয়ালের দ্বিতীয় শিরোপা ছবি: সংগৃহীত

ঢাকা: নুতন মৌসুম শুরুর আগেই দুটি শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্রথমে অস্ট্রেলিয়া।

আর এবার চীনের মাটিতেও ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে চ্যাম্পিয়ন হয়েছে রাফা বেনিতেজের শিষ্যরা।

ইতালিয়ান পরাশক্তি এসি মিলানের বিপক্ষে গোলশূণ্য ম্যাচে টাইব্রেকারে জয় নিশ্চিত করে রিয়াল। নির্ধারিত সময়ে দুদলের কেউই গোলের দেখা পায়নি। পেনাল্টি শুটআউটেও কম প্রতিদ্বন্দ্বিতা হয়নি। ২২ নম্বর শটে গিয়ে খেলার নিষ্পত্তি ঘটে।

মিলানের হয়ে প্রথম শটটিই মিস করে বসেন কলম্বিয়ান স্ট্রাইকার কার্লোস বাক্কা। অন্যদিকে, দারুণ দক্ষতায় রিয়াল তারকা টনি ক্রুসের শট ঠেকিয়ে নায়ক বনে যান মাত্র ১৬ বছর বয়সী ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

কিন্তু, শেষ পর্যন্ত এ তরুণ গোলরক্ষকই ভিলেনে পরিণত হন। দলের হয়ে দোন্নারুম্মার ১১তম শটটি পা দিয়ে ফিরিয়ে দেন কিকো কাসিল্লা। সঙ্গে সঙ্গেই জয়োল্লাসে মাতে রামোস-রদ্রিগেজরা।

গত সপ্তাহে ম্যানচেস্টার সিটিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে অস্ট্রেলিয়ায় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের শিরোপা জেতে গ্যালাকটিকোরা।

উল্লেখ্য, নতুন মৌসুম শুরুর আগে অপরাজিত থেকেই সফল প্রাক-মৌসুম অধ্যায় শেষ করেছে রিয়াল। লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে স্পোর্টিং গিজনের মুখোমুখি হবে লস ব্লাঙ্কসরা। ২৩ আগস্ট (রোববার) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।