ঢাকা: শেভ্রোলেট ব্রাজিল গ্লোবাল ট্যুরের অংশ হিসেবে আগামী মাসেই কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা। এর মধ্য দিয়ে কোপা আমেরিকার পর প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত রেড বুল অ্যারেনায় ০৫ সেপ্টেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। এর চারদিন পর বোস্টনে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ব্রাজিল।
গত বছরের জুলাই থেকে শেভ্রোলেট গ্লোবাল ট্যুরে টানা দশ ম্যাচে জয় পায় ব্রাজিল। কিন্তু, চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকায় তাদের ছন্দপতন ঘটে। ফেভারিট হিসেবে নামলেও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় কার্লোস দুঙ্গার শিষ্যরা।
২০১৪ ফুটবল বিশ্বকাপে দারুণ চমক উপহার দেয় কোস্টারিকা। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের সঙ্গে টাইব্রেকারে হেরে তারা বিদায় নেয়। সদ্য শেষ হওয়া কনকাকাফ গোল্ড কাপের কোয়ার্টার ফাইনালেও উঠে কোস্টারিকা। ওই ম্যাচেও পেনাল্টি শুটআউটে তাদের স্বপ্ন ভেস্তে যায়।
কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে চাইবে ব্রাজিল। কারণ, এ বছরের নভেম্বর থেকে লাতিন আমেরিকা অঞ্চলের ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
আরএম