ঢাকা: বার্সেলোনার হয়ে সময়টা বেশ উপভোগ করছেন লুইস সুয়ারেজ। লিভারপুল ছেড়ে কাতালান ক্লাবটিতে যোগ দিয়ে প্রথম মৌসুমেই জিতেছেন ট্রেবল শিরোপা।
২০১০ সালে ডাচ ক্লাব আয়াক্স ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান সুয়ারেজ। চার মৌসুম খেলেই নিজেকে অল রেডসদের কিংবদন্তিতে পরিণত করেন। ইংলিশ জায়ান্টদের হয়ে ১৩৩ ম্যাচে করেন ৮২ গোল। ২০১৩-১৪ মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ওই মৌসুম শেষেই অ্যানফিল্ড ছেড়ে ন্যু ক্যাম্পে নাম লেখান।
‘ইএসপিএন ডিপোর্টেস রেডিও’কে দেওয়া সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের সেরা ফুটবল লিগ এবং বার্সেলোনা বিশ্বের সেরা টিম। আমি নিজেকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মনে করিনা। তবে সেরা দলের হয়ে খেলতে পারাটা সত্যিই আনন্দদায়ক। ’
উরুগুইয়ান তারকা আরো বলেন, ‘আমাদের লক্ষ্য এখনো পুরোপুরি পূরণ হয়নি। আমরা প্রথম ক্লাব হিসেবে টানা দুবার চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। গত মৌসুমটি খুবই দারুণ কেটেছে। দলের সবাই জয়ের ধারা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদী। ’
নিজের অবসর প্রসঙ্গও তুলে ধরেন সুয়ারেজ। ‘পছন্দের ক্লাব ন্যাসিওনালের হয়ে ক্যারিয়ারের ইতি টানতে পারি। এটি আমার প্রথম প্রফেসনাল ক্লাব। কিন্তু, কোনো একদিন আবারো আয়াক্সে ফিরতে চাই। তবে মেজর লিগ সকারের ক্লাবগুলোও মন্দ নয়। ফুটবলের প্রতি আমেরিকানদের ভালোবাসা প্রতিনিয়তই বাড়ছে। ’
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
আরএম