ঢাকা: প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের সুযোগ পেয়েছে চীন। এর মধ্য দিয়ে প্রথম শহর হিসেবে বেইজিংয়ে সামারের (গ্রীষ্মকালীন) পর ও উইন্টার অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৩১ জুলাই) ভোটাভোটির মাধ্যমে ২০২২ উইন্টার অলিম্পিক গেমসের স্বাগতিক দেশ নির্ধারণ করা হয়। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ১২৮তম সম্মেলনে চাইনিজদের অপেক্ষার অবসান ঘটে। চীনের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল কাজাখাস্তান। এর আগে নরওয়ে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়।
এদিকে, টানা তিনবার এশিয়ায় অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যেই দক্ষিণ কোরিয়া ২০১৮ উইন্টার অলিম্পিক ও ২০২০ সামার অলিম্পিক গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছে জাপান।
এর আগে জাপানে আরো চারবার (১৯৪০, ১৯৬৪, ১৯৭২ ও ১৯৯৮) মর্যাদাপূর্ণ এ বৈশ্বিক আসর অনুষ্ঠিত হয়। আর ১৯৮৮ সালে প্রথমবারের মতো অলিম্পিকের স্বাগতিক দেশের তকমা পায় দ. কোরিয়ানরা।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
আরএম