ঢাকা: বৃহস্পতিবার (৩০ জুলাই) শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ট্রফি জিতিয়ে দিয়ে রাতেই যুক্তরাষ্ট্রে চলে গেছেন ওয়েডসন এনসেলমে। তবে নিজ দেশ হাইতিতে না গিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণ হচ্ছে, আগামী ৫ আগস্টের মধ্যে আমেরিকায় ঢুকতে হবে তাকে।
আর নিজের ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘আমি মিস করছি আমার সতীর্থদের। বিশেষ করে মামুনুল ইসলাম, সোহেল রানা, আলমগীর কবির রানা, রায়হান হাসান, ইয়াসিন, ইয়ামিন, দিদারুলকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা চমৎকার মৌসুম কাটালাম। তোমাদের সাহায্য ছাড়া যা সম্ভব ছিল না। আশা করি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। ’
আর এ প্রসঙ্গে শেখ জামালের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল জানালেন, ‘ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে ওয়েডসনের। তাই চলে গেছে ওয়েডসন। ’
২০১৬ এএফসি কাপ-এর ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশের শীর্ষ ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। সেখানে তাদের দুই প্রতিপক্ষ কিরগিজস্তানের এফসি আলগা বিশকেক এবং ম্যাকাওয়ের এসএল বেনফিকা ডি ম্যাকাও ক্লাব। খেলাগুলো অনুষ্ঠিত হবে কিরগিজস্তানে।
আগামী ১৩ আগস্ট শেখ জামাল তাদের প্রথম ম্যাচে বেনফিকার বিপক্ষে মাঠে নামবে এবং ১৬ আগস্ট দ্বিতীয় ম্যাচ আলগার বিপক্ষে। এখন প্রশ্ন ওয়েডসনের চলে যাওয়াতে ফরোয়ার্ড সমস্যায় পড়বে কিনা 'বেঙ্গল ইয়োলোস' খ্যাত শেখ জামাল? আর সেটা পূরণই হবে কিভাবে?
এ প্রশ্নের জবাবে জামালের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল জানালেন, ‘আসন্ন এএফসি কাপে যদি এখন ওয়েডসন আমাদের ক্লাবের হয়ে আবারও খেলতে চায় তাহলে অবশ্যই তার জন্য আমাদের দরজা খোলা রয়েছে। ’
দুই ম্যাচ বাকি থাকতেই শেখ জামাল চলমান মান্যবর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ হয়ে শিরোপা অক্ষুণ্ন রেখেছে। আর সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখনও ওয়েডসনই আছেন এক নম্বরে। একটি হ্যাটট্রিকসহ তার মোট গোল ১৭টি।
উল্লেখ্য, ওয়েডসন গত ২০১৩-১৪ মৌসুমে জামালের হয়ে লিগে ২৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। সেবার ভাগ্যদেবী সহায় ছিল না তার। কারণ মাত্র ১ গোলের জন্য স্পর্শ করতে পারেননি ১৯৮২ লিগে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রখ্যাত ফরোয়ার্ড আব্দুস সালাম মুর্শেদীর ২৭ গোলের রেকর্ডটি।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৫
ইয়া/আরএম