ঢাকা: স্পোর্টস পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে রেকর্ড ৭৫০ মিলিয়ন পাউন্ডের চুক্তি সারলো ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আর এ চুক্তির ফলে পূর্বের পোষাক তৈরীকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে দীর্ঘ ১৩ মৌসুম পর সম্পর্কচ্ছেদ করলো রেড ডেভিলস খ্যাত এ ক্লাকটি।
ম্যানইউ এ চুক্তি করতে পেছনে ফেলে বায়ার্ন মিউনিখ ও চেলসির মত বড় ক্লাবগুলোকে। মিউনিখের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি ছিল ৬৪৫ মিলিয়ন পাউন্ড। আর চেলসির ছিল ৩০০ মিলিয়ন পাউন্ড।
নতুন এ পোষাকে ম্যানইউ’র মোটো দেওয়া হয়েছে ‘ব্রেকিং এক্সপেক্টেশন’ যার বাংলা অর্থ হয় ‘প্রত্যাশা ভাঙা’। এ পোষাকের ছবিতে দলের তারকা ফুটবলার হুয়ান মাতা, লুক শাও, আন্দ্রে হেরেরা, ফিল জোন্স, ডেলি ব্লাইন্ড ও এ মৌসুমে যোগ দেওয়া বাস্তিয়ান শোয়েনস্টাইগারকে দেখা যায়। যারা প্রত্যাশার কাঁচকে ভেঙে দিচ্ছেন।
এদিকে জার্মানের এ প্রতিষ্ঠানটি আশা করছে ম্যানইউ’র পোষাক বিক্রি করে তারা আগামী এক দশক বিশ্বব্যাপী ১.৫ বিলিয়ন পাউন্ডের মত উপার্যন করবে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এমএমএস