ঢাকা: কয়েকদিনের মধ্যেই হয়তো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ফ্রান্সে পাড়ি জমাবেন অ্যাঙ্গেল ডি মারিয়া। বিভিন্ন গণমাধ্যমে এমন খবরই চাউর হচ্ছে।
সদ্যই অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে ডি মারিয়ার দুই সপ্তাহের বেতন বাবদ তিন লক্ষ ৬০ হাজার পাউন্ড কর্তন করেছে ম্যানইউ। সম্প্রতি প্রস্তুতিমূলক প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় রেড ডেভিলসরা। পরবর্তীতে দলের সঙ্গে যোগ দিতে বিমানের ফ্লাইট মিস করেন ডি মারিয়া। ধারণা করা হচ্ছে, ইচ্ছা করেই তিনি এমনটি করেছেন। এর জের ধরেই তাকে জরিমানার আওতায় আনা হয়েছে।
গত মৌসুমে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমান ডি মারিয়া। কিন্তু, মাত্র এক মৌসুম শেষেই এখন তার ম্যানইউ অধ্যায়ও এখন শেষের পথে!
এক সাক্ষাৎকারে পিএসজির ব্রাজিলিয়ান উইঙ্গার মৌরা বলেন, ‘আমার বিশ্বাস, সাবেক রিয়াল তারকা আমাদেরকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ডি মারিয়া সত্যিই একজন অবিশ্বাস্য খেলোয়াড়। তাকে দলে ভেড়ানোটা হবে পিএসজির বড় প্রাপ্তি। আমরা এমনিতেই একটি সেরা টিম। তবে সেরা মানের নতুন খেলোয়াড় আসলে দলের শক্তিটাও বেড়ে যায়। ’
মৌরার জাতীয় দলের সতীর্থ মারকুইনহোস বলেন, ‘ডি মারিয়া শীর্ষ মানের ফুটবলার। অভিজ্ঞতার পাশাপাশি তার দক্ষতাও অনেক। তার অন্তর্ভুক্তি দলকে আরো উপরের লেভেলে নিয়ে যাবে। ’
একটি সূত্রমতে, কয়েকদিনের মধ্যেই ৬২ মিলিয়ন ইউরোর বিনিময়ে প্যারিসে উড়াল দিতে পারেন ডি মারিয়া।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
আরএম