ঢাকা: মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুক্রবার (৩১ জুলাই) শেখ রাসেল বনাম ফরাশগঞ্জের মধ্যকার ম্যাচটি প্রবল বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছিল। ফলে, ম্যাচটি শনিবার (০১ আগস্ট) বিকেল ৪.৩০ মিনিটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সকাল থেকেই মুষলধারায় বৃষ্টির কারণে গতকালের মতো শনিবারও ম্যাচটি স্থগিত করা হয়েছে। ম্যাচ কমিশনার ফাইজুল ইসলাম আরিজ মাঠ খেলার অনুপোযোগী মনে করে ম্যাচটি স্থগিত করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কবে নাগাদ ম্যাচটি অনুষ্ঠিত হবে এ বিষয়ে কিছু জানা যায়নি। লিগ সংশ্লিষ্ট বাফুফে কর্তারাও এখনও কিছুই জানেন না।
শেখ রাসেল ম্যানেজার জুয়েল রানা জানালেন, 'বৃষ্টির কারণে দীর্ঘ ১ ঘন্টা অপেক্ষা করেছি। তারপর ম্যাচ রেফারি মাঠ পর্যবেক্ষণ করে ম্যাচটি স্থগিত করেন। '
১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে শেখ রাসেল ক্রীড়া চক্র। আর ১৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার শেষে অবস্থান করছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ০১ আগষ্ট ২০১৫
ইয়া/এমআর