ঢাকা: ক্লাব প্রীতি ম্যাচে জার্মান দুর্বল ক্লাব স্টুটগার্ডের বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে হেরে অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টার সিটি। এদিন খেলার প্রথমার্ধেই এক হালি গোল করে বুন্দাস লিগার দলটি।
মার্সিডিস-বেন্জ-অ্যারিনায় খেলার প্রথম থেকেই ম্যানসিটিকে চাপে রাখে স্বাগতিকরা। এরই সুবাদে ম্যাচের ১৫ মিনিটে ফিলিপ কোস্টিক গোল করে স্টুটগার্ডকে এগিয়ে নেন। ৩১ মিনিটে লিড দ্বিগুন করেন ড্যানিয়েল দিদাভি। আর ৩৬ ও ৩৭ মিনিটে ড্যানিয়েল জিনচ্জেক জোড়া গোল করলে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দলটি।
বিরতি থেকে ফিরে অবশ্য খেলায় ফিরতে মরিয়া সিটিজেনরা আক্রমণাত্বক হয়ে খেলতে থাকে। আর ম্যাচের শেষ দিকে ফলও পায় সফরকারীরা। ৮৪ মিনিটে কেলেচি লেহনাচো গোল করে ব্যবধান ৪-১ এ আনেন। আর নির্ধারিত সময়ে এক মিনিট আগে এডেন জেকো আরো একটি গোল করলে ব্যবধান ৪-২ এ দাড়ায়।
তবে খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৪-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, আগষ্ট ০২, ২০১৫
এমএমএস