ঢাকা: রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো শৈশবে ফুটবলকে উপভোগ করতেন বলেই খেলতেন। বিশ্বের অন্যতম দামি এ ফুটবলার কখনো পেশাদার ফুটবলার হতে চাননি বলেও জানান।
পর্তুগিজ অধিনায়ক রোনালদোর ফুটবলের হাতেখড়ি আনদোরিনহার হয়ে। এ ক্লাবের হয়ে তার যুব ক্যারিয়ার শুরু করেন এবং ন্যাশিওনালে যাওয়ার পূর্ব পর্যন্ত সেখানে তিনি তিন বছর খেলেন। ১৯৯৭ সালে রোনালদো স্প্যানিশ জায়ান্ট স্পোর্টিং সিপিতে আসেন।
রোনালদো তার শৈশবের খেলা প্রসঙ্গে বলেন, আমার পরিবারের সকলেই ফুটবলকে ভালবাসে। আমার মনে আছে, একদিন আমি রাস্তায় ফুটবল খেলছিলাম দেখে আমার বাবা বলেছিলেন, ‘আমি যখন কাজে যাই, তুমি কেনো সে সময় ক্লাবের মাঠে অনুশীলনে যাওনা?’ আমি সে সময় বাবাকে বলেছিলাম, ‘কেনো যাব না? অবশ্যই এখন থেকে আমি ক্লাবের মাঠে অনুশীলনে যাব। ’ এভাবেই আমার ফুটবলের যাত্রা শুরু হয়।
কিন্তু, ফুটবলে শুধু মাত্র ভালোলাগা থেকেই মাঠে অনুশীলন শুরু করেন রোনালদো। তিনি বলেন, এরপর থেকে আমি প্রতিদিন অনুশীলনে যেতাম। আমার বাবা আমার খেলা দেখতে সেখানে উপস্থিত হতেন। ক্লাবের অন্যান্যদের সঙ্গে অনুশীলন করাটা উপভোগ করতাম।
রোনালদোকে তার শৈশবের সতীর্থরা ডাকতো ‘ক্রাইবেবি’ বলে। কারণ ক্লাব ক্যারিয়ারে ৪৩৬ গোল করা রোনালদো ছোটবেলায় গোল করতে না পারলে নাকি কেঁদে দিতেন।
শৈশবের প্রতিভা প্রসঙ্গে রোনালদো বলেন, আমি প্রথম প্রথম ভাবতাম অন্যদের থেকে আমি একটু আলাদা। তবে, এটা কখনই ভাবিনি একদিন আমাকে পেশাদারী ফুটবলার হতে হবে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড আর স্পোর্টিংয়ের মতো বড় বড় দলে খেলতে পারব এমনটাও ভাবতে পারিনি।
স্পোর্টিং সিপির হয়ে খেলার সময় তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন। যার ফলশ্রুতিতে ‘সিআরসেভেন’ খ্যাত রোনালদোকে ২০০৩ সালে ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইউনাইটেডে নিয়ে আসা হয়।
রোনালদো আরও যোগ করে বলেন, একটা সময় (শৈশবে) আমি শুধুই ফুটবলকে উপভোগ করা শুরু করি। কিন্তু তখনো মাথায় ঢুকতো না যে আমার কিছুটা প্রতিভা রয়েছে। আমি ওভাবে কখনও চিন্তা করিনি। ম্যানইউতে ডাক পেয়ে আমি স্বপ্ন দেখা শুরু করি। তাদের জার্সি গায়ে মাঠে নামার জন্য অপেক্ষা করতে থাকি।
আর এরপরই বিশ্ব ফুটবলের চিত্র পাল্টে দেন রোনালদো। ম্যানইউয়ের হয়ে তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতেন তিনি। এছাড়া এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা হাতে নেন ইংলিশ জায়ান্টদের হয়ে। আর স্প্যানিশ জায়ান্ট রিয়ালের হয়ে রোনালদো জিতেছেন কোপা দেল রে, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, সুপার কোপা ডি এসপানা, উয়েফা সুপার কাপ আর ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ০২ আগস্ট ২০১৫
এমআর