ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ব্রাজিলে ফিরে দলকে জেতালেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
ব্রাজিলে ফিরে দলকে জেতালেন রোনালদিনহো ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের মাটিতে ফিরে নিজ ক্লাবকে জিতিয়ে মাঠ ছেড়েছেন দেশটির তারকা ফুটবলার রোনালদিনহো। দারুণ সব পাস আর অসাধারণ নৈপুণ্যে নিজের ক্লাব ফ্লুমিনেসকে জয় পাইয়ে দেন বার্সেলোনার সাবেক এ তারকা।



রোনালদিনহো ১৯৮৭ সালে গ্রেমিও’র হয়ে নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৮ সালে ক্লাবটির সিনিয়র দলে সুযোগ করে নেন তিনি। ২০০১ সালে ফরাসি জায়ান্ট দল প্যারিস সেইন্ট জার্মেইনে পাড়ি জমান এ ব্রাজিল তারকা।

সাবেক ক্লাবের বিপক্ষেই নিজ দেশে নতুন ক্লাবের হয়ে নেমেছিলেন রোনালদিনহো। নিজে গোল করতে না পারলেও দারুণ সব পাস দিয়ে ফ্লুমিনেসকে জয়ের রাস্তা বাতলে দিতে থাকেন তিনি। রিও ডি জেনিরোর এ ম্যাচে ৭৭ মিনিটে ফ্লুমিনেস লিড নেয়। আর এ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদিনহোর নতুন ক্লাব।

ম্যাচের ৭৭তম মিনিটে গোলটি করেন মার্কোস জুনিয়র। আর দলের জয়সূচক একমাত্র গোলটিতে অবদান রোনালদিনহোর। লম্বা পাসে বল পেয়েছিলেন মার্কোস। সেটি থেকে গোলটি আদায় করেন তিনি।

সম্প্রতি ৩৫ বছরের এ তারকা ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেসে যোগ দেন। গত মাসে মেক্সিকান ক্লাব কুইরেতারো রোনালদিনহোকে ছেড়ে দেওয়ার পরে এজেন্ট মুক্ত ছিলেন তিনি। ফুটবল ক্যারিয়ারে বিভিন্ন ক্লাবের হয়ে খেলা রোনালদিনহো প্যারিস সেইন্ট জার্মেইন, বার্সেলোনা ও এসি মিলানের মত বড় ক্লাবগুলোতে খেলেছেন। ১৯৯৯ সালে সেলেকাওদের হয়ে অভিষেক হয়ে তিনি জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচে ৩৩টি গোল করেছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০২ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।