ঢাকা: আর্জেন্টাইন সুপারস্টার অ্যাঞ্জেল ডি মারিয়া অবশেষে সব জল্পনার ইতি টানলেন। ইংলিশ প্রিমিয়ারের দল ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে নাম লেখালেন মারিয়া।
ডি মারিয়া পিএসজিতে যাচ্ছেন, এমন ফিসফাঁস বেশ কয়েক দিন ধরেই চলছিল। অবশেষে ২৭ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গারকে চার বছরের জন্য নিয়ে নিল পিএসজি।
রোববার (০২ আগস্ট) ৪৪.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে চুক্তিবদ্ধ হয়েছেন ডি মারিয়া। ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির সঙ্গে সমঝোতার পর মেডিকেল পরীক্ষা ও চুক্তি স্বাক্ষরের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সোমবার (০৩ আগস্ট) কাতারের দোহায় পৌঁছেছেন আর্জেন্টাইন এ তারকা।
মাত্র এক মৌসুম আগেই ব্রিটিশ রেকর্ড ৫৯.১ মিলিয়ন পাউন্ড দিয়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে ডি মারিয়াকে নিয়ে আসে ম্যানইউ। কোপা ডেল রে’র ফাইনালে গোল, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েও রিয়াল থেকে বেরিয়ে ম্যানইউতে নাম লেখান তিনি। রিয়ালে দুর্দান্ত খেলা সেই ডি মারিয়া নতুন ঠিকানা ম্যানইউতে ছিলেন নিষ্প্রভ। দলের কোচ লুই ফন গালের মন জয় করতে পারেননি তিনি।
ম্যানইউতে এক মৌসুম খেলে মারিয়া ২৭ ম্যাচে গোল করেছেন মাত্র ৩টি। এরপরও লরা ব্লা’র পিএসজি ডি মারিয়াকে নিতে ঝাঁপিয়ে পড়ে। এখানে তিনি সতীর্থ হিসেবে পাবেন জ্লাতান ইব্রাহিমোভিচ, এডিনসন কাভানি, থিয়েগো সিলভা, মারকুইনহোস, ডেভিড লুইজদের। এছাড়া পিএসজিতে আর্জেন্টাইন সতীর্থ ইজিকুয়েল লাভেজ্জি আর জাভিয়ের পাস্তোরেকেও পাবেন দেশের হয়ে ৬৬ ম্যাচ খেলা ডি মারিয়া।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ০৩ আগস্ট ২০১৫
এমআর