ঢাকা: বৃষ্টির কারণে দুই দফা স্থগিত হয়ে যাওয়া মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে সোমবার (০৩ আগস্ট) শেখ রাসেল বনাম ফরাশগঞ্জের ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়। আর ম্যাচ শুরুর ১৫ মিনিটে খেলাটি বন্ধ হয়ে যায়।
কারণ, একটি ফাউলের কারণে শেখ রাসেলের খেলোয়াড় কিংসলে চিগোজিকে কেন রেফারি লাল কার্ড প্রদর্শন করেননি! কেন হলুদ কার্ড দেখানো হয়েছে? তাই ফরাশগঞ্জের কর্তাদের ডাকে মাঠ থেকে উঠে আসে ফরাশগঞ্জের খেলোয়াড়গণ! ফলে ১৫ মিনিট অতিবাহিত হওয়ার পরে ফরাশগঞ্জ মাঠে না আসার ফলে রেফারি জসিম উদ্দিন নিয়ম অনুযায়ী মাঠ ছাড়েন।
শেখ রাসেল- ফরাশগঞ্জ ম্যাচটি মাঠে গড়িয়েছিল গত শুক্রবার (৩১ জুলাই)। কিন্তু সেদিন বৃষ্টি বাধায় খেলা শুরুর ৪ মিনিটের মাথায় ম্যাচটি স্থগিত হয়। এরপর ম্যাচ কমিশনার শনিবার ম্যাচটি মাঠে গড়ানোর নির্দেশ দিলেও সেদিনও বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হওয়াতে ম্যাচটি বডিলি শিফটের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার ফাইজুল ইসলাম আরিজ। গত ম্যাচের চার মিনিট যুক্ত করে ম্যাচটি শুরু হয়।
ম্যাচের ১৪ মিনিটে শেখ রাসেলল অধিনায়কে ডি বক্সের মধ্যে ফাউল করেনি ফরাশগঞ্জের ডিফেন্ডার ফরহাদুজ্জামান বাবু। ফলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। আর পেনাল্টি থেকে গোল করেন শেখ রাসেলের মিডফিল্ডার ইকাঙ্গা। তবে শট করার আগেই ডি বক্সে খেলোয়াড় ঢুকে পড়ার কারণে গোল বাতিল করে পরবর্তী শটের নির্শেদ দেন রেফারি।
কিন্তু, এর মধ্যেই ডি বক্সের মধ্যে কিংসলে চিগোজির হাতে লেগে ফরাশগঞ্জের মাহফুজ বাবু পড়ে যান। ফলে রেফারি চিগোজিতে হলুদ কার্ড প্রদর্শন করেন। কিন্তু হলুদ কার্ড নয়, লাল কার্ডের দাবিতে শেষ পর্যন্ত মাঠ থেকে বের হয়ে যায় পুরানো ঢাকার দলটি। এরপর অতিবাহিত হয় ১৫ মিনিট। কিন্তু শেখ রাসেল মাঠে অবস্থান করলেও খেলতে নামেনি ফরাশগঞ্জ। ফলে রেফারি নিয়ম অনুয়ায়ী মাঠ ছাড়েন।
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে পাড়া-মহল্লার ক্লাবের মতো আচরণ করেছে ফরাশগঞ্জ স্পোটিং ক্লাব। বিষয়টিকে সহজভাবে দেখছে না লিগ সংশ্লিষ্ট কর্তারা। ধারণা করা হচ্ছে, দলটির অার্থিক ও ম্যাচ উভয় ক্ষেত্রেই জরিমানা হতে পারে।
ম্যাচ কমিশনার এসকে বদরুদ্দিন বলেন, 'আমরা যা দেখেছি তা আমার রিপোর্টে উল্লেখ করবো লিগ কমিটির কাছে। লিগ কমিটি বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে। '
এ বিষয়ে পেশাদার ফুটবল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম জানালেন, 'বাইলজ অনুযায়ী রেফারিরা ১৫ মিনিট অপেক্ষার পর মাঠ ত্যাগ করেন। রেফারিদের প্রতিবেদন ও ম্যাচ কমিশনারের প্রতিবেদনের ভিত্তিতে লিগ কমিটি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। '
আর শেখ রাসেল কোচ মারুফল হক জানালেন, 'এ ধরণের আচরণ পাড়া-মহল্লার দলের কাছে কাম্য। তবে পেশাদার লিগে এ আচরণ ঠিন নয়। এখনই এ বিষয়টি কঠোর হস্তে দমন করা না হলে ফুটবলের জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। '
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
ইয়া/আরএম