ঢাকা: ৮ আগস্ট শুরু হচ্ছে ওয়ালটন ৮ম সিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ-২০১৫। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে যা চলবে ১০ আগস্ট পর্যন্ত।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিতোরিউ কারাতে-দো ইউনিয়নের সভাপতি চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল, সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি ও স্পন্সর ওয়ালটনের ফাস্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন।
প্রতিযোগিতার আগে ৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হবে। টেকনিক্যাল সেমিনার পরিচালনা করবেন সেনসি নাজমুল হাসান অভি। ৯ ও ১০ আগস্ট সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে প্রতিযোগিতা।
আসরের পুরুষ ইভেন্টে একক কাতা, দলগত কাতা, -৪৫ কেজি, -৫০ কেজি, -৫৫ কেজি, ৬০ কেজি, -৬৭ কেজি, -৭৫ কেজি, উম্মুক্ত এবং দলগত কুমিতে প্রতিযোগিরা লড়বেন। মহিলা ইভেন্টে একক কাতা, -৪৫ কেজি, -৫০ কেজি, -৫৫ কেজি, -৬১ কেজি, উম্মুক্ত কুমিতে খেলা অনুষ্ঠিত হবে এবং জুনিয়র ইভেন্টে একক কাতা অনূর্ধ্ব-১২ বছরের ছেলে ও মেয়ে অংশ নেবে।
প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, জেলা ক্রীড়া সংস্থা ও সারাদেশের বিভিন্ন কারাতে সংস্থার প্রায় তিন শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
প্রতি ইভেন্টে ১টি করে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক এবং সনদপত্র প্রদান করা হবে । এছাড়াও উন্মুক্ত দলগত কুমিতে ইভেন্টের চ্যাম্পিয়ন স্থান অধিকারী দলকে বিশ হাজার ও রানারআপকে দশ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে।
বাংরাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ০৪ আগস্ট ২০১৫
ইয়া/এমআর