ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্লাতিনির বিকল্প কেউ নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
প্লাতিনির বিকল্প কেউ নেই ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রীড়াক্ষেত্রে মিশেল প্লাতিনির জীবনটা যেন সফলতায় মোড়ানো। খেলোয়াড়ী জীবনে ছিলেন বিশ্বসেরা মিডফিল্ডারদের মধ্যে একজন।

কিংবদন্তিদের কাতারে তার নাম না রেখে উপায় নেই। দক্ষ হাতে সামলাচ্ছেন উয়েফা প্রেসিডেন্টের গুরুদায়িত্ব। এখন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রেসিডেন্ট হওয়ার হাতছানি।

ফিফা প্রেসিডেন্ট হলে কী সফলতার পুনরাবৃত্তি ঘটাতে পারবেন প্লাতিনি। তার স্বদেশী লু্ইস ফার্নান্দেজ কিন্তু সেপ ব্ল্যাটারের উত্তরসূরি হিসেবে প্লাতিনিকেই যোগ্য হিসেবে দেখছেন। তার মতে, বিশ্ব ফুটবলকে পরিচালনার জন্য প্লাতিনির বিকল্প কেউ নেই।

আশির দশকে ফার্নান্দেজ ও প্লাতিনি জাতীয় দলের সতীর্থ হিসেবে ফ্রান্সের হয়ে খেলেছেন। দুজনই ছিলেন মিডফিল্ডার। অবসরের পর উভয়ই কোচিং পেশায় হাঁটেন। ১৯৮৮-৯২ পর্যন্ত ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন প্লাতিনি। এরপর অবশ্য কোচিং অধ্যায়কে বিদায় জানান। কিন্তু, ১৯৯২ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কোচিং পেশাতেই আছেন ফার্নান্দেজ।

গত ২৯ জুলাই নিজেই ফিফা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন প্লাতিনি। অন্যদিকে, আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো আগামী বছরের ২৬ ফেব্রুয়ারির নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছেন।

এক সাক্ষাৎকারে ফার্নান্দেজ বলেন, ‘প্লাতিনি যদি ফিফা প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয় তাহলে আমি শতভাগ নিশ্চিত, সে নতুন লক্ষ্য নিয়ে এগোবে। সবাই ফিফাকে নতুন রুপে দেখতে পাবে। আমি তার সম্পর্কে খুব ভালোভাবেই জানি। সে সমাধানের পথ বের করবে এবং ফিফার কর্মকান্ডকে আরো স্বচ্ছ ও গতিশীল করবে। এতে করে ফুটবলে অনেক উন্নতি আসবে, যেটি সে সবসময়ই চায়। ’

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।