ঢাকা: ২০০ ফুটবলার থেকে তিনধাপে বাছাইকরে ১২ ফুটবলারকে নিয়ে গঠন করা হয় অনূর্ধ্ব-১২ ফুটবল দলটি। আর এ দলটি নিয়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বপ্ন অফুরান।
বুধবার (০৫ আগস্ট) সকালে এশিয়ান ফুটবল ফেস্টে অংশ নিতে ঢাকা ত্যাগ করবে অনূর্ধ্ব-১২ ফুটবল দল। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এ আসরে ১২ ফুটবলার, কোচ, ম্যানেজার ও মিডিয়া ম্যানেজারসহ মোট ১৬ জনের একটি দল যাচ্ছে। ০৭ থেকে ১০ আগষ্ট পর্যন্ত খেলাগুলো অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে মঙ্গলবার (০৪ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে দলটির সকল সদস্য, কোচ, ম্যানেজারসহ বাফুফে ফুটবল ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি বাদল রায়, বাফুফে সদস্য ফজলুল রহমান বাবু, সত্যজিত দাস রূপু প্রমুখ উপস্থিত ছিলেন।
এ আসরে ১৫টি দেশের অনূর্ধ্ব-১২ ফুটবল দল অংশ নিচ্ছে। একটি পূর্ণ ফুটবল মাঠের অর্ধেক অংশ জুড়ে প্রতিদিন দুটি করে ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল। ১৫+১৫ করে মোট ৩০ মিনিটের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দলে ৬ জন করে খেলোয়াড় অংশ নেবে। তবে বাংলাদেশ দলের প্রতিপক্ষ কারা, তা এখনও নির্ধারণ করা হয়নি।
সংবাদ সম্মেলনে বাফুফে ফুটবল ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি বাদল রায় জানান, 'এই ১২ ফুটবলারদের মা-বাবার প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ তারা তাদের সন্তানদের এতদূরে খেলতে পাঠাচ্ছেন। তারা আমাদের প্রতি আস্থা রেখেছেন। '
তিনি আরও জানান, 'এই দলটি দক্ষিণ কোরিয়া থেকে ফিরে আসলে সিলেটে অবস্থিত বাফুফে একাডেমিতে অন্তর্ভুক্ত করা হবে। তাদের লেখাপড়ার বিষয়টি আমরাই দেখভাল করবো। '
মোনেম মুন্না ও জাহিদ হাসান এমিলির ভক্ত দলটির অধিনায়ক মেহেদী হাসান জানান, ' আমাদের লক্ষ্য দেশের সম্মান বজায় রাখা। আমাদের বিশ্বাস আমরা সকল দলকেই হারাতে পারবো। '
উল্লেখ্য, গত দুই মাস ধরে ১৬ ফুটবলারকে সিলেটের বাফুফে ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ দেয়া হয়। তাদের মধ্যে থেকেই ১২ ফুটবলারদের চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১২ জাতীয় ফুটবল দল: রকিবুল হাসান, হিরা আহমেদ, মো: মিরাজ, মো: রানা, রাশেদুল ইসলাম, মমিনুল ইসলাম তন্ময়, মেহেদী হাসান (অধিনায়ক), শাহরিয়ার কবির, সাগর চন্দ্র পত্র, মুরাদ হোসেন, মেহরাব হোসেন অপি ও রেজাউল করিম।
কোচ: মোস্তফা আনোয়ার পারভেজ
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ০৪ আগষ্ট ২০১৫
ইয়া/এমআর