ঢাকা: ব্রাজিলের উঠতি তারকা অ্যাটাকিং মিডফিল্ডার জারসন সান্তোস দ্য সিলভাকে দলে ভিড়িয়েছে গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবকে এ ব্রাজিলিয়ানকে দলে ভেড়াতে লড়তে হয় ইতালিয়ান জায়ান্ট রোমার বিপক্ষে।
১৮ বছর বয়সী জারসন গত মৌসুমে ফ্লুমিনেন্সের হয়ে অসাধারণ পারফর্ম করেন। আর তাতেই বার্সা কোচ লুইস এনরিকের দৃষ্টি কাড়েন তিনি।
ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের সদস্য জারসনকে দলে ভেড়াতে ২০১১-১২ মৌসুমে এনরিকের অধীনে থাকা রোমা আগ্রহ দেখায়। এজন্য তারা ১৫ মিলিয়ন ইউরো প্রস্তাব করে জারসনের বাবার কাছে। তবে, স্প্যানিশ দল বার্সায় খেলার জন্য আগ্রহ দেখান জারসন।
ফলে, কাতালানদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন জারসন, এমনটি নিশ্চিত করেছেন তার বাবা। গত মৌসুমে ফ্লুমিনেন্সের হয়ে ১৫টি ম্যাচ খেলেন তিনি।
বার্সায় শিগগিরিই চুক্তির কাজ সেরে ফেলতে চান জারসনের এজেন্ট বাবা। কাতালান দলটিতে সতীর্থ হিসেবে তিনি পাবেন আদ্রিয়ানো, দানি আলভেজ, নেইমারকে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ০৪ আগস্ট ২০১৫
এমআর