ঢাকা: সুখকর হলো না প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসির প্রাক-মৌসুম প্রস্তুতি। টানা দ্বিতীয় হারে শেষ করতে হলো হোসে মরিনহোর শিষ্যদের দলীয় প্রস্তুতি।
এর আগে রোববার কমিউনিটি শিল্ডের ম্যাচে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল চেলসি। তাই এ ম্যাচ জিতে ঘুরে দাড়াতে চেয়েছিল দলটি। তবে দশজন ফুটবলার বদলি করেও ম্যাচ হারের মুখ দেখতে হলো স্পেশাল ওয়ানের।
ফিরোন্টিনা অবশ্য নিজেদের প্রাক-মৌসুম প্রস্তুতি দারুণ ভাবে সেরে নিল। রোববার দলটি গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে। আর এদিন চেলসির মত শক্তিশালী দলকে হারিয়ে সিরিআ লিগে কঠোর প্রতিদ্বন্দ্বিতার আভাস দিল।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের এ খেলায় মাঠে বল দখলের প্রতিযোগিতায় অবশ্য দু’দলই ছিল সমানে সমান। তবে ম্যাচের ৩৪ মিনিটে দারুণ একটি সুযোগ কাজে লাগিয়ে দলের জয় সূচক গোলটি করেন ফিরোন্টিনা ফুটবলার গঞ্জালো রদ্রিগেজ (১-০)। পরে লিড নিয়েই বিরতিতে যায় সফরকারীরা দলটি।
বিরতির পর অবশ্য স্বাগতিকরা বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও বিপক্ষ ডিফেন্ডারদের প্রাচীর ভাঙতে পারেনি। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মরিনহোর শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, আগষ্ট ০৬, ২০১৫
এমএমএস