ঢাকা: উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপে দলের অন্যতম সেরা ডিফেন্ডার জর্ডি আলবাকে পাচ্ছে না বার্সেলোনা। পায়ের ইনজুরির কারণে তাকে অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
ন্যু ক্যাম্পে রোমাকে ৩-০ গোলে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি ঘরে তোলে বার্সা। এ ম্যাচেই ঊরুতে চোট পান লেফট ব্যাক আলবা। তাই দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নেমে মাত্র ত্রিশ মিনিট খেলেই তিনি মাঠ ছাড়েন।
ডান পায়ের পেশিতে ইনজুরি আক্রান্ত হন আলবা। ২৬ বছর বয়সী এ স্প্যানিশ ডিফেন্ডারের পুরোপুরি ফিট হতে ১০-১৫ দিন সময় লাগবে।
আগামী ১১ আগস্ট উয়েফা সুপার কাপে সেভিয়ার মুখোমুখি হবে কাতালানরা। দুদিন পরেই স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ। ১৭ আগস্ট ন্যু ক্যাম্পে ফিরতি পর্বের খেলা অনুষ্ঠিত হবে।
গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচেই দর্শক ভূমিকায় থাকতে হবে আলবাকে। তবে দুটি শিরোপাই যদি সতীর্থরা জয় করে তাহলে অবশ্য খেলতে না পারার আক্ষেপটা থাকবে না!
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
আরএম