ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অলিম্পিকের জন্য প্রস্তুত ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
অলিম্পিকের জন্য প্রস্তুত ব্রাজিল ছবি : সংগৃহীত

ঢাকা: গত ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল এবারে আয়োজন করতে যাচ্ছে অলিম্পিক। ফুটবল বিশ্বকাপের সময় নানাভাবে সমালোচিত হওয়া দেশটি রিও অলিম্পিকের জন্য পুরোপুরি প্রস্তুত।

৫ আগস্ট শুরু হয়ে গেছে ২০১৬ রিও অলিম্পিক গেমসের ‘কাউন্টডাউন’।

রিও ডি জেনিরোর মেয়র ইদুয়ার্দো পেজ জানিয়েছেন, অলিম্পিকের জন্য প্রস্তুত ব্রাজিল। আমাদের যে বাজেট দেওয়া হয়েছিল, সেটি দিয়েই আমরা সব কাজ শেষ করে ফেলব। আমরা দেখিয়ে দিতে চাই ব্রাজিল এমন কোনো দেশ নয়, যেখানে সব কিছু দেরীতে শেষ হয়। সকলকে দেখিয়ে দিতে চাই বাজেটের বাইরে না গিয়ে সঠিক সময়ের মধ্যেই আমরা কাজ শেষ করতে পারি।

অলিম্পিক পার্কের নিকটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমাদের হাতে আরও ১২ মাস সময় আছে। কথা দিচ্ছি সকল নির্মাণ কাজ যথা সময়েই শেষ হবে।

রিও ডি জেনিরোর বিশ্বখ্যাত মারাকানা স্টেডিয়ামে বসবে অলিম্পিক গেমসের আসর। ৫ আগস্ট শুরু হয়ে এটি শেষ হবে ২১ আগস্ট। এবারের টুর্নামেন্টে ২৮ খেলার মোট ইভেন্ট ৩০৬টি। নতুন ইভেন্ট হিসেবে যোগ হয়েছে রাগবি। ২০১৬’র রিও অলিম্পিকে অংশ নেবে ২০৬টি দেশ। নতুন দেশ হিসেবে রিও অলিম্পিকে অংশ নেবে আফ্রিকার দেশ দক্ষিণ সুদান।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ০৬ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।