ঢাকা: কার্লোস তেভেজ ক্লাব ছাড়ার পর থেকেই জুভেন্টাসের ১০ নম্বর জার্সিটি পড়ে ছিল। এবার সম্মানজনক এ জার্সিটি গায়ে জড়াবেন ফ্রেঞ্চ মিডফিল্ডার পল পগবা।
গত মৌসুম (২০১৪-১৫) শেষেই জুভেন্টাস ছেড়ে শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ফেরেন তেভেজ। আর্জেন্টাইন তারকার বিদায়ে ১০ নম্বর জার্সিটি কার হাতে উঠবে তার জন্য ক্লাব সমর্থকরাও অধীর আগ্রহে ছিল।
তেভেজের পাশাপাশি জুভিদের অন্যতম দুই সেরা মিডফিল্ডার আন্দ্রে পিরলো ও আর্তুরো ভিদালও ক্লাব ছাড়েন। আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব নিউ ইয়র্ক সিটিতে পিরলো ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে যোগ দেন চিলির হয়ে কোপা আমেরিকা জয়ী ভিদাল।
এরই সুবাদে ছয় নম্বরের পরিবর্তে এখন থেকে ১০ নম্বর জার্সি পড়ে মাঠে নামবেন পগবা। এর আগে দীর্ঘ সময় ধরে এই জার্সির মালিক ছিলেন ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো। তিনি ১৯৯৩-২০১২ সাল পর্যন্ত জুভিদের হয়ে সাতশ’র বেশি ম্যাচ খেলেন।
তাই ভবিষ্যতের কথা মাথায় রেখেই ২২ বছর বয়সী পগবার হাতে ১০ নম্বর জার্সিটি তুলে দেয় ৩১ বারের ‘সিরি আ’ চ্যাম্পিয়নরা।
শনিবার (০৮ আগস্ট) ইতালিয়ান সুপার কাপের ম্যাচে ল্যাজিওর মুখোমুখি হবে জুভেন্টাস। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এ ম্যাচেই আরাধ্য জার্সিটি পড়ে মাঠে নামবেন পগবা।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
আরএম