ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জিয়া-রাকিবের ড্র, রাজীবের হার, লিজার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
জিয়া-রাকিবের ড্র, রাজীবের হার, লিজার জয় শামীমা আখতার লিজা

ঢাকা: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ওপেন ও মহিলা বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়িং এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ড শেষে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান মোট ২.৫ অর্জন করেছেন।

চতুর্থ রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আখতার লিজা।



অপরদিকে চতুর্থ রাউন্ড শেষে বাংলাদেশ নৌ-বাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিব ও গ্র্যান্ড মাস্টার আবদুল্লাহ আল রাকিব মোট ২ পয়েন্ট অর্জন করেন।

এদিকে মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা চতুর্থ রাউন্ড শেষে মোট ২ পয়েন্ট অর্জন করেন।

চতুর্থ রাউন্ডে গ্র্যান্ড মাস্টার জিয়া ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার নগুয়েন ক্রং সন(২৬৬২) এর সাথে, গ্র্যান্ড মাস্টার রাকিব নেপালের কেশহাভ শ্রেষ্ঠার বিপক্ষে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ভারতের এম.আর. ললিত বাবুর এর কাছে হেরে যান। মহিলা বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা সিরিয়ার মীর মাহমুদ আফামিয়া কে পরাজিত করেন।

২ পয়েন্ট পাওয়া এই মহিলা আন্তর্জাতিক মাস্টার পরের রাউন্ডে কাজাখস্তানের গুলিসখান নাখবায়েভার বিপক্ষে খেলবেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ০৬ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।