ঢাকা: অ্যাঙ্গেল ডি মারিয়ার প্যারিস সেইন্ট জার্মেইয়ে পাড়ি জমানোর খবরটি সবারই জানা। এবার অফিসিয়ালি আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।
চার বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে যোগ দিয়েছেন ডি মারিয়া। যার আর্থিক মূল্য ৬৩ মিলিয়ন ইউরো। এর আগে মঙ্গলবার (০৪ আগস্ট) কাতারের রাজধানী দোহায় তার মেডিকেল পরীক্ষা করানো হয়।
গত মৌসুমে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ৫৯.৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমান ডি মারিয়া। কিন্তু, দুর্দান্ত ফর্মে থেকেও ইংল্যান্ডে এসে অনেকটা নিজেকে হারিয়ে খোঁজেন। ইনজুরির কারনে তার ফিটনেস সমস্যাও প্রকট হয়। সম্প্রতি প্রাক-মৌসুম প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ না দেওয়ার পর থেকেই তার ক্লাব ছাড়ার সম্ভাবনা জোড়ালো হয়। শেষ পর্যন্ত শঙ্কাকে সত্যিতে পরিণত করে তিনি ম্যানইউ অধ্যায়ের ইতি টানেন।
নতুন ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে ডি মারিয়া উল্লেখ করেন, ‘আমি নিজেকে গর্বিত মনে করছি। পিএসজির জার্সি পরার জন্য তর সইছে না। দলের হয়ে ফ্রান্স ও ইউরোপের সম্ভাব্য সব শিরোপা জিততে চাই। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগ। যেটি জয় করাটা সব ফুটবলারেরই আরাধ্য স্বপ্ন থাকে। সফল হলে দ্বিতীয়বার এ ট্রফি ছোঁয়ার সুযোগ পাব। ’
অন্যদিকে, পিএসজির প্রেসিডেন্ট নাসের আল-খেলাফি বলেন, ‘আমরা খুবই গর্বিত যে ডি মারিয়া পিএসজিকে পছন্দ করেছে। সে খুবই প্রতিভাবান খেলোয়াড়। তার গতি ও দক্ষতার তুলনা নেই। সহজেই সে প্রতিপক্ষকে চমকে দিতে পারে। তাকে দলে পাওয়ায় ইউরোপিয়ান প্রতিযোগিতায় আমাদের লক্ষ্য পূরণ আরো সহজ হবে। ’
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
আরএম