ঢাকা: হকি ফেডারেশনের সাবেক সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারীর স্থলাভিষিক্ত হয়েছেন নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরার।
বৃহস্পতিবার (৬ জুলাই) সচিবালয়ে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের কাছ থেকে দ্বায়িত্ব বুঝে নেন বিমান বাহিনী প্রধান।
সভায় আলোচনা হয়েছে দলবদলের বিষয়িটি নিয়েও। গত হকি লিগ ছিল অনেকটাই বিবর্ণ। লিগে ঢাকা আবাহনী ও ঊষা ক্রীড়াচক্র ছাড়া নামজাদা কোনো দল অংশ নেয়নি। তবে এবার সেই প্রচেষ্টায়ও গুড়ে বালি। কারণ ঢাকা আবাহনী খেলতে চাইলেও ঊষা ক্রীড়াচক্র বেঁকে বসেছে।
এদিনও এ বিষয়ে ঊষা সভাপতিকে তারা তাদের অবস্থান স্পষ্ট করে। ঊষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রসিদ সিকদার বাংলানিউজকে জানান, ‘সব দলের অংশগ্রহণ ছাড়া লিগ অনুষ্ঠিত হলে তা পূর্ণতা পায় না। গতবারের মতো দায়সারা লিগ হলে হকির কি উন্নতি হবে?’
তিনি আরও বলেন, ‘আর খেলোয়াড়দের কথাও তো আমাদের ভাবতে হবে। সব দল না খেললে খেলোয়াড়রা মূল্যায়িত হয় না। এটা অবশ্যই দুঃখজনক। হকির স্বার্থে ছাড় দিয়ে হলেও একসাথে কাজ করতে হবে। ব্যক্তি স্বার্থ নয় হকিকে সামনে রেখে কাজ করতে হবে। ’
বিদ্রোহী চার ক্লাবের মধ্যে অন্যতম মোহামেডানের পরিচালক সারোয়ার হোসেন বলেন, ‘আমরা এখনও আগের অবস্থানে অনড় অবস্থানে আছি, থাকবো। আমাদের বক্তব্য ছিল, হকি ফেডারেশনে অনৈতিকভাবে কাউন্সিলর নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে আমরা নির্বাহী কমিটির সংস্কার চেয়েছি। এ বিষয়ে সুরাহা না হওয়ার পর্যন্ত বর্তমান কমিটির অধীনে সকল খেলা থেকে বিরত থাকবো। ’
ক্রীড়া উপমন্ত্রীর কথা অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে লিগে অংশ নেওয়ার কোনো সম্ভবনা আছে কিনা? জানতে চাইলে মোহামেডানের এই পরিচালক বলেন, ‘বিষয়টি হাস্যকর। আর এমনিট হলেও আমাদের লিগে অংশ নেয়ার কোনো সম্ভবনা নেই। তবে আমি বিশ্বাস করি নতুন সভাপিত বিষয়টিকে অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ’
যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, আমরা হকির সংকট কাটাতেই কাজ করে যাচ্ছি। খুব শিগগিরই বিষয়টি সুরাহা হবে। ’
এখন দেখার বিষয় ঠিক কত দিনে হকি সংকটের সমাধান হয়।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ৬ আগস্ট ২০১৫
ইয়া/এমজেএফ