ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গারসনের বার্সায় আগমন অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
গারসনের বার্সায় আগমন অনিশ্চিত ছবি : সংগৃহীত

ঢাকা: ব্রাজিলিয়ান উঠতি তারকা গারসন ডা সিলভার বার্সেলোনায় যোগ দেওয়াটা অনেকটাই নিশ্চিত ছিল। তবে এতে বাধ সাধলেন ফ্লুমিনেন্সের প্রেসিডেন্ট পিটার সিমসেন।

তার দাবি, ১৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেবেন গারসন।

গত মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে অসাধারণ পারফর্ম করেন গারসন। তাতেই বার্সা কোচ লুইস এনরিকের দৃষ্টি কাড়েন ১৮ বছর বয়সী এ মিডফিল্ডার। এর ‍আগে ২০১১-১২ মৌসুমে রোমার কোচ থাকাকালীন সময়েও তাকে দলে ভেড়াতে চেয়েছিলেন এনরিক।

পিটার সিমসেন বলেন, ‘গারসনের বার্সায় যোগ দেওয়ার সম্ভাবনা নেই। আমরা রোমার কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছি। প্রস্তাবটি ভালো হওয়ায় তা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। তাই এ বিষয়টি এখন খুবই পরিস্কার যে, গারসনের পরবর্তী ঠিকানা হতে যাচ্ছে রোমা। তাকে এবং তার বাবাকেও বিষয়টি অবহিত করেছি। বার্সাকেও জানানো হয়েছে। ’

এর আগে গত মাসের মাঝামাঝি সময়ে গারসনের বাবা দাবি করেছিলেন, ট্রান্সফার নিষেধাজ্ঞা কাটলে ২০১৬’র জানুয়ারিতে বার্সায় যোগ দেবেন গারসন। কাতালান ক্লাবটির হয়ে খেল‍া তার আরাধ্য স্বপ্ন বলে তিনি জানান। ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের এ খেলোয়াড়ের প্রতি জুভেন্টাস, অ্যাতলেতিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিও বেশ আগ্রহ দেখায়।

তবে কি বার্সার পরিবর্তে রোমায় যোগ দেবেন গারসন? নিশ্চিত করে কিন্তু কিছুই বলা যাচ্ছে না। কারণ, দলবদলের চিত্র যে ক্ষণে ক্ষণেই বদলায়!

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।