ঢাকা: মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জকে হারিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরেছে গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন। শুক্রবার (০৭ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে তারা রহমতগঞ্জকে হারায় ১-০ গোলের ব্যবধানে।
ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। ডানপ্রান্ত দিয়ে ঢুকে স্কয়ার শটে বল জালে পাঠান ফরোয়ার্ড মোঃ রনি (১-০)। এরপর অন্তত দুটি সহজ গোলের সুযোগ মিস করেছেন ব্রাদার্সের নাইজেরিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন।
তবে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করেছিলো প্রতিপক্ষ 'জায়ান্ট কিলার' খ্যাত রহমতগঞ্জও। পুরো দ্বিতীয়ার্ধ জুড়ে গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন গোল করতে ব্যর্থ হয়। নির্ধারিত সময় শেষে রেফারি শেষ বাঁশি বাজালে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ব্রাদার্স।
এ জয়ে ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানেই থাকলো ব্রাদার্স ইউনিয়ন। সমান ম্যাচে রহমতগঞ্জের সংগ্রহ ১৪ পয়েন্ট, অবস্থান নবম।
একই দিনে চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে টিম বিজেএমসি। ১৮ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে ৮ম অবস্থানে রয়েছে বিজেএমসি। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশম অবস্থানে চট্টগ্রাম আবাহনী।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ৭ আগস্ট ২০১৫
ইয়া/এমআর