ঢাকা: নতুন মৌসুমের ফরাসি লিগ ওয়ানের উদ্বোধনী দিনে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ব্রাজিলের উঠতি তারকা লুকাস সিলভার একমাত্র গোলে লিলকে হারিয়েছে লরা ব্লা’র পিএসজি।
ম্যাচের ২৩ ও ২৮ মিনিটে আদ্রিয়েন রেবিওটের দুটি হলুদ কার্ডে মাঠ ছেড়ে চলে যাওয়ায় পিএসজিকে ম্যাচের বাকী সময় খেলতে হয় দশ জন নিয়ে।
৪-৩-৩ ফরমেশনে পিএসজির হয়ে শুরুর একাদশে মাঠে ছিলেন লুকাস সিলভা, ডেভিড লুইজ, ম্যাক্সওয়েল, রেবিওট, ভেরাত্তি, মাতুইদি, থিয়েগো সিলভা, পাস্তোরে আর এডিনসন কাভানি। ইনজুরির কারণে ছিলেন না পিএসজির গোলমেশিন খ্যাত জ্লাতান ইব্রাহিমোভিচ। আর নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ফরাসি জায়ান্টদের হয়ে নাম লেখানো আর্জেন্টাইন সুপারস্টার অ্যাঞ্জেল ডি মারিয়াকেও নামানো হয়নি নতুন মৌসুমের শুরুর ম্যাচে।
ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায় নি। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটের মাথায় কাভানির লম্বা পাসে বল পান বদলি খেলোয়াড় থিয়েগো মোত্তা। সেখান থেকে বল পেয়ে মাতুইদির সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে লিলের জালে বল জড়িয়ে দেন ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের উঠতি তারকা সিলভা।
ম্যাচের বাকী সময়ে আর কোনো গোল না হলে ব্রাজিলিয়ান তারকার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দশ জনের পিএসজি। পূর্ণ তিন পয়েন্ট নিয়েই লিগ ওয়ান শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৫
এমআর