ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের ফাইনালিস্ট ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস ছেড়ে তারকাদের চলে যাওয়া আর নতুন তারকাদের নিয়ে দল সাজানোয় ‘সমস্যা’ দেখছেন দলটির অধিনায়ক বুফন। দল নিয়ে বিপাকে পড়তে হতে পারে জুভিদের-এমনটি মনে করেন ইতালির ৩৭ বছর বয়সী গোলরক্ষক।
নতুন মৌসুম শুরুর আগে জুভিদের ছেড়ে চলে গেছেন আন্দ্রে পিরলো, কার্লোস তেভেজ আর আরতুতো ভিদাল। সিরি আ এবং কোপা ইতালিয়ার বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসে নতুন মৌসুমের জন্য নাম লিখিয়েছেন সামি খেদিরা এবং মারিও মান্দজুকিচের মতো তারকারা।
৩৬ বছর বয়সী ইতালিয়ান অভিজ্ঞ পিরলো যোগ দিয়েছেন নিউইয়র্ক সিটিতে, আর্জেন্টাইন সুপারস্টার তেভেজ যোগ দিয়েছেন বোকা জুনিয়র্সে আর কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলিয়ান ভিদাল যোগ দিয়েছেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে। এদিকে স্প্যানিশ ফেভারিট রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভিদের হয়ে নাম লেখিয়েছেন খেদিরা এবং অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে এসেছেন মান্দজুকিচ।
ইতালির হয়ে ১৪৮ ম্যাচ খেলা বুফন জানান, দলকে সাজাতে গিয়ে প্রায় অর্ধেক পরিবর্তন ঘটে গেছে। জানি এটা আমাদের জন্য কোনো অজুহাত হতে পারেনা। কিন্তু এটা সত্যি যে দলের পরিবর্তনে আমাদের নতুন মৌসুমে অনেক সমস্যায় পড়তে হবে।
২০০১ সালের পর থেকে জুভিদের হয়ে ৫৩৫ ম্যাচে গোলবারের নিচে দায়িত্ব পালন করে চলেছেন বুফন। গোলবারের নিচে জুভিদের এ অতন্দ্র প্রহরী আরও বলেন, যারা ক্লাব ছেড়ে চলে গেছেন তারা অসাধারণ ফুটবলার ছিলেন। নিজেদের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে, যারা এসেছেন তারাও অসাধারণ ফুটবলার। হয়তো জুভেন্টাসে এসে মানিয়ে নিতে তাদের কিছু সময় লাগবে।
চলতি মাসের ২৩ তারিখ উদিনিসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের সিরি আ’র লিগ শুরু করবে বুফনের জুভেন্টাস।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৫
এমআর