ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শোক দিবসে শেখ রাসেলের ব্যাপক কর্মসূচি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
শোক দিবসে শেখ রাসেলের ব্যাপক কর্মসূচি ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শোকের মাস আগস্ট এলেই মনে পড়ে ১৫ আগস্টের সেই ভয়াল সুবেহ সাদেকের কথা। ১৯৭৫ সালের যে দিনে রাতের অন্ধকারে পরিবারসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।

এমনকি ঘাতকের বুলেট থেকে সেদিন রেহাই পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শিশু শেখ রাসেলও।

শিশু রাসেলের স্মরণে গঠন করা হয়েছে দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষস্থানীয় ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড।

জাতীয় শোক (১৫ আগস্ট) দিবস ও শেখ রাসেলের জন্মদিবস উপলক্ষে ক্লাবটি নানান কর্মসূচি হাতে নিয়েছে।

শনিবার (০৮ আগস্ট) ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনের সম্মেলন কক্ষে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে এক জরুরি সভায় এসব কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলো হলো- আগামী ১৫ আগস্ট বনানী কবরস্থানে শেখ রাসেল ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন, ২১ আগস্ট ক্লাবটির চেয়ারম্যানসহ কর্মকর্তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের কবর জিয়ারত ও গণভোজের আয়োজন করবেন, ১২ সেপ্টেম্বর শেখ রাসেল ক্রীড়া চক্রের জরুরি সাধারণ সভা (ইজিএম) এবং ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন জমকালোভাবে পালন করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন- ক্লাবটির ভাইস চেয়ারম্যান গোলাম রব্বানী হেলাল, ডাইরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ, ক্লাবের দুই সম্মানিত পরিচালক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয় ও ক্লাবের পরিচালক সালেহ জামান সেলিমসহ কর্মকর্তারা।

সভার শুরুতে ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫/আপডেট: ০৭৪০ ঘণ্টা, (আগস্ট ০৯)
ইয়া/এমএমএস/এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।