ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কষ্টার্জিত জয়ে ম্যানইউ’র শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
কষ্টার্জিত জয়ে ম্যানইউ’র শুভ সূচনা ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন মৌসুমের শুরুটা ভালোই করলো ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও আত্মঘাতি গোলের সুবাদে টটেনহামের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ওয়েন রুনিরা।



ইংলিশ প্রিমিয়ার লিগের এ ম্যাচটিতে এদিন ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নামে লুইস ফন গালের শিষ্যরা। তবে ঘরের মাঠ হলেও মাঠের খেলায় খুব একটা চমক দেখাতে পারেনি রেড ডেভিস খ্যাত এ দলটি।

এ ম্যাচে ম্যানইউ‘র হয়ে অভিষেক হলো সাবেক সাম্পোদোরিয়ার গোলরক্ষক সার্জিও রোমেরোর। আর রোমেরোর খেলা সাইড লাইনেই বসে দেখতে হয় দলের নিয়মিত গোলরক্ষক ডেভিড গি গিয়াকে।

স্বাগতিকরা ম্যাচের ২২ মিনিটে টটেনহাম ফুটবলার কায়েল ওয়াকারের আত্মঘাতি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। আর জয়ের ফলে প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করলো এ ইংলিশ জায়ান্টরা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।