ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হল ওয়ালটন কারাতে-দো চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
শুরু হল ওয়ালটন কারাতে-দো চ্যাম্পিয়নশিপ ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ব্রান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শনিবার (০৮ আগস্ট) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন ৮ম সিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ-২০১৫’। যা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।



শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সিতোরিউ কারাতে-দোর চিফ প্যার্ট্রন সাবেক সচিব এ.এস.এম আলী কবীর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি মো. মুখলেছুর রহমান বিপিএম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিতোরিউ কারাতে-দো ইউনিয়নের সভাপতি সেনসি মাসুদ পারভেজ রুবেল।

সিতোরিউ কারাতে-দোর চিফ প্যার্ট্রন এ.এস.এম আলী কবীর ও বাংলাদেশ সিতোরিউ কারাতে-দো ইউনিয়নের সভাপতি সেনসি মাসুদ পারভেজ রুবেল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতেও ওয়ালটনকে পাশে পাবার আশাবাদ ব্যক্ত করেন তারা। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়। কাল থেকে শুরু হবে মূল প্রতিযোগিতা।

এর আগে ২০০৬ সালে সর্বশেষ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ৯ বছর পর ওয়ালটনের সহযোগিতায় আবারো শুরু হল এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, জেলা ক্রীড়া সংস্থা ও সারাদেশের বিভিন্ন কারাতে সংস্থার প্রায় তিন শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করবে। পুরুষ, মহিলা ও জুনিয়র ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পুরুষ ইভেন্ট : একক কাতা, দলগত কাতা, -৪৫ কেজি, -৫০ কেজি, -৫৫ কেজি, ৬০ কেজি, -৬৭ কেজি, -৭৫ কেজি, উম্মুক্ত এবং দলগত কুমিতে।  

মহিলা ইভেন্ট : একক কাতা,  -৪৫ কেজি, -৫০ কেজি, -৫৫ কেজি, -৬১ কেজি, উম্মুক্ত কুমিতে। জুনিয়র ইভেন্ট: একক কাতা (অনূর্ধ্ব-১২ বছরের ছেলে ও মেয়ে)।

প্রতি ইভেন্টে ১টি করে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক এবং সনদপত্র প্রদান করা হবে । এ ছাড়াও উন্মুক্ত দলগত কুমিতে ইভেন্টে চ্যাম্পিয়ন স্থান অধিকারী দলকে বিশ হাজার টাকা ও রানার্স আপ দলকে দশ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হবে।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।