সিলেট: সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের পর্দা উঠছে রোববার (০৯ আগস্ট)। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কিশোর ফুটবলারদের এ লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপ অংশ নিচ্ছে।
এদিকে, বয়সভিত্তিক এ খেলায় নিজেদের নৈপুণ্য দেখিয়ে ভালো খেলার পাশাপাশি শিরোপা জয়ের প্রত্যয়ও প্রকাশ করেছেন দলগুলোর কোচ-অধিনায়করা।
শনিবার (০৮ আগস্ট) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে স্বাগতিক বাংলাদেশ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত থেকে শুরু করে নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ ও আফগানিস্তানের কোচ-অধিনায়করা এমন প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলন শুরু হয় নেপাল অনুর্ধ্ব-১৬ দলকে দিয়ে। এক মাস ধরে অনুশীলনের কারণে প্রস্তুতি ভালো রয়েছে উল্লেখ করে নেপালের কোচ উপেন্দ্র মন সিং বলেন, টুর্নামেন্টের গত দু’টি আসর নিজেদের দেশে হলেও আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার ভালো খেলে কোয়ালিফাই রাউন্ডে যাওয়ার লক্ষ্য আমাদের।
ভালো খেলার লক্ষ্যের কথা জানালো শ্রীলংকাও। এ টুর্নামেন্ট তাদের জন্য বড় চ্যালেঞ্জের উল্লেখ করে দলটির কোচ মোহাম্মদ রোমি বললেন, স্বাগতিক বাংলাদেশ ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত আমাদের গ্রুপে পড়েছে। আমাদের দলটি ব্যালান্সড। তাই লড়াইটা দুর্দান্ত হবে। আমরাও প্রস্তুত।
আফগান কোচ মো. ঈসা জাহিদ বলেন, আফগান ফুটবল ফেডারেশন এ টুর্নামেন্টের জন্য ভালো প্রস্তুতি নিতে সাহায্য করেছে। আমরা ভালো খেলতে চাই।
ভালো খেলে আবারও চ্যাম্পিয়ান হতে চান উল্লেখ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সহকারী কোচ ফার্নান্দোজ বলেন, ভারত গতবারের চ্যাম্পিয়ন। তবে এবার নতুন করেই সবকিছু শুরু করতে হবে। আমরা প্রস্তুত হয়ে এসেছি। ভালো খেলে আবারও চ্যাম্পিয়ন হতে চাই।
মালদ্বীপের কোচ মোহাম্মদ সাদিল এবং ম্যানেজার মোহাম্মদ জাওয়ারও নিজেদের প্রস্তুতি ভালো হয়েছে বলে জানালেন। এছাড়া আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের জন্য এ টুর্নামেন্টকে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবেই নিচ্ছেন তারা।
প্রথমবারের মতো দেশের মাটিতে এ টুর্নামেন্ট হওয়ায় শিরোপা জয় ছাড়া আর কিছুই ভাবছে না স্বাগতিক বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ সৈয়দ গোলাম জিলানী আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, খেলা হচ্ছে বাংলাদেশের মাটিতে। সিলেটের মানুষ ফুটবলপ্রেমী। এ বিষয়টি আমাদের জন্য ইতিবাচক। স্কুলের পরীক্ষার কারণে প্র্যাকটিসে মাত্র ২০ দিন সময় মিলেছে। এতে অনুশীলনের অভাব রয়েছে।
তবে মাঠের পারফরম্যান্স দিয়ে তা পুষিয়ে দিতে চান বলে জানান তিনি।
টুর্ণামেন্ট আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। তাছাড়া খেলা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এএএন/এসএস