ঢাকা: লাজিওকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা সুপার কাপ জিতলো জুভেন্টাস। দলের হয়ে গোল করেন এ মৌসুমে তুরিনে পাড়ি দেয়া মারিও মান্দুকিচ ও পাওলো দাবায়লা।
নিরপেক্ষ ভেন্যু চিনের সাংহাই স্টেডিয়ামে এদিন খেলার শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে ইতালির চ্যাম্পিয়নরা। তবে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও তা থেকে গোল না হওয়া গোলশুন্য থেকে বিরতিতে যেতে হয় জায়ান্ট দলটিকে।
বিরতির পর অবশ্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় গত চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্টরা। আর ম্যাচের ৬৯ মিনিটে স্টেফানো স্টুরারোর অ্যাসিস্টে দলের হয়ে লিড নেন অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে আসা ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মান্দুকিচ।
এদিকে লিড দ্বিগুন করতে বেশি সময় লাগেনি জুভিদের। ৭৩ মিনিটে পল পগবার সহায়তায় দারুণ এক শটে জয় সূচক গোলটি করেন দাবায়লা।
ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে শিরোপা উৎসব করে মাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এমএমএস