ঢাকা: প্রতিটি ফুটবল দলে ১০ নম্বর জার্সিটি গায়ে জড়ান টিমের সেরা স্ট্রাইকাররা। তেমনি চারবারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির ক্ষেত্রেও ব্যতিক্রম নয়।
এদিকে জার্সি কোন গুরুত্বপূর্ণ বিষয় নয় জানিয়ে তুর্কি ফুটবলার আরদা তুরান ‘এনটিভি স্পোর’কে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, ‘ মেসি আইকনিক ১০ নম্বর জার্সিটি আমাকে দিতে চেয়েছেন।
তুরান এ মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সায় পাড়ি জমিয়েছেন। যদিও বার্সার ফুটবলার কেনা নিয়ে নিষেধাজ্ঞা থাকায় আগামী জানুয়ারির আগে তুরান কাতালানদের হয়ে মাঠে নামতে পারছেন না।
তুরান বলেন, ‘মেসি আমাকে বলেছে, যদি তুমি ১০ নম্বর জার্সিটি চাও, তাহলে সেটি তোমার। ’
তুর্কিশ জাতীয় দলের এ স্ট্রাইকার আরো বলেন, ‘আমি যখন তুর্কিশ জাতীয় দলে সুযোগ পাই, তখন আমি ১৪ নম্বর জার্সিটি নিয়েছিলাম। কারণ আমার বাবা ইয়হান ক্রইফ ১৪ নম্বর জার্সি পছন্দ করতো। তবে জার্সি নম্বর আমার কাছে কোনো গুরত্ব বহন করে না। ক্লাবের ইচ্ছায় আমি যে কোন পজিশনে খেলতে প্রস্তুত। ’
এদিকে মেসি তার ১০ নম্বর জার্সিটি তুরানকে দিতে চাইলেও, এটা ভাবা কঠিন যে আর্জেন্টাইন অধিনায়ক ক্লাবের হয়ে অন্য জার্সি গায়ে জড়াবেন।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এমএমএস