ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মৌসুমের শুরুতেই ফিরছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
মৌসুমের শুরুতেই ফিরছেন রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: পিঠের ইনজুরির কারণে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত অডি কাপে খেলতে পারেননি। লা লিগায় নতুন মৌসুম শুরু করতে পারবেন কিনা তা নিয়ে ছিল সংশয়।

তবে রিয়াল মাদ্রিদের কোচ রাফা বেনিতেজ জানিয়েছেন, ক্রিস্টিয়ানো রোনালদোর ইনজুরি অতটা গুরুতর নয়।

স্প্যানিশ লিগে নিজেদের প্রথম ম্যাচেই রোনালদো ফিরবেন বলে আশা প্রকাশ করেন বেনিতেজ। ২৩ আগস্ট (রোববার) স্পোর্টিং গিজনের বিপক্ষে ২০১৫-১৬ মৌসুম শুরু করবে গ্যালাকটিকোরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ‍দিবাগত রাত সাড়ে ১২টায়।

এক সাক্ষাৎকারে বেনিতেজ বলেন, ‘রোনালদো ইনজুরি সমস্যায় ভুগলেও খুব বেশিদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে না। সে মেডিকেল টিমের সঙ্গে কাজ করছে। আগামী সপ্তাহেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। প্রথম ম্যাচে স্পোর্টিং গিজনের বিপক্ষে তার খেলতে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। ’

স্প্যানিশ কোচ উল্লেখ করেন, ‘প্রাক-মৌসুম প্রস্তুতিতে দলের দুজন খেলোয়াড় ইনজুরি আক্রান্ত হয়। মারাত্মক কিছু না হওয়ায় এতে উদ্বেগের কিছু ছিল না। বর্তমানে টিমের কারো ফিটনেসেই তেমন কোনো সমস্যা নেই। ’

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।