ঢাকা: ইংলিশ প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ছেড়ে পুরোনো ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া ব্রাজিলের তারকা ফুলব্যাক ফেলিপ লুইস জানিয়েছেন, স্প্যানিশ ক্লাবটিতে খেলেই ফুটবলকে বিদায় জানাতে চান। হোসে মরিনহোর চেলসি ছেড়ে চার বছরের জন্য দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকোতে দ্বিতীয় মেয়াদে পাড়ি জমান লুইস।
৩০ বছর বয়সী ব্রাজিল তারকা লুইস বলেছেন, আমি আশা করি অ্যাতলেতিকোর হয়ে ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে পারব। সঠিক সময়েই আমি নিজের বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিতে চাই।
এ লেফটব্যাককে ব্লুজদের থেকে নিতে সিমিওনের দলটিকে ব্যয় করতে হয় ১৫.৮ মিলিয়ন পাউন্ড। একই মূল্যে গত বছর অ্যাতলেতিকো থেকে চেলসিতে নাম লিখিয়েছিলেন লুইস।
ব্রাজিলের হয়ে ১৮ ম্যাচ খেলা লুইসকে পেয়ে অ্যাতলেতিকোর ডিরেক্টর লুইস পেরেজ বলেন, আমরা সকলে ফেলিপকে ভালো করেই জানি। আমরা বিশ্বের সেরা একজন লেফটব্যাককে পেয়ে দলটিকে আরও শক্তিশালী করতে পারব। লুইসও আমাদের দলটিকে ভাল করেই জানে। ফলে, খুব অল্প সময়ে সে দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে বলে আশা করি।
এর আগে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত অ্যাতলেতিকোতে খেলেছিলেন লুইস। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ১৮০ ম্যাচ খেলা ব্রাজিলের এ তারকা বলেন, আমি নতুন করে আবারো অ্যাতলেতিকোতে ফিরে এসেছি। আমাকে আবারো পুরোনো ক্লাবে খেলার সুযোগ দিয়েছে বলে অ্যাতলেতিকো মাদ্রিদের সকলকে ধন্যবাদ জানাই।
চেলসির হয়ে লুইস এক মৌসুমে খেলেছেন ২৬টি ম্যাচ। ক্লাবটির হয়ে জিতে নিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা আর লিগ কাপের শিরোপা।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ০৯ আগস্ট ২০১৫
এমআর