ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হার দিয়ে মৌসুম শুরু আর্সেনালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
হার দিয়ে মৌসুম শুরু আর্সেনালের ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রায় ৬০ হাজার দর্শকের সামনে লজ্জা পেল ইংলিশ প্রিমিয়ারের ফেভারিট দল আর্সেনাল। অপেক্ষাকৃত দুর্বল দল ওয়েস্টহামের বিপক্ষে হার দিয়ে নতুন মৌসুম শুরু করল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের এ ম্যাচে ওয়েস্টহামের বিপক্ষে ২-০ গোলে হেরেছে স্বাগতিকরা।

নতুন মৌসুমের প্রথম ম্যাচে শুরুর একাদশে ৪-২-৩-১ ফরমেশনে আর্সেনালের হয়ে মাঠে নামেন পিতর চেক, দেবুচি, মারতেসাকার, কাজোরলা, অ্যারন রামসে, মেসুত ওজিল, চেম্বারলাইন আর অলিভার জিরুদ। এছাড়া দ্বিতীয়ার্ধে মাঠে নামেন কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলিয়ান ফুটবলার অ্যালেক্সিজ সানচেজ।

তবে, তারকা ফুটবলারদের নিয়েও হার দিয়ে মৌসুম শুরু করতে হয় গানারদের। প্রথমার্ধের ৪৩ মিনিটে পিছিয়ে পড়ে আর্সেনাল। দিমিত্রির অ্যাসিস্ট থেকে গোল করে ওয়েস্টহামকে লিড পাইয়ে দেন চেইকু কোয়াতে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথি দলটি।

দ্বিতীয়ার্ধে গোল শোধ দিতে মরিয়া আর্সেনাল খেলার ৫৫ মিনিটি সমতায় ফিরতে পারতো। জিরুদ গোলপোস্টের বাইরে দিয়ে বল মেরে দিলে সমতায় ফেরা হয়নি গানারদের। উল্টো দুই মিনিট পর (৫৭ মিনিট) আরও একটি গোল হজম করতে হয় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের। ওয়েস্টহামের হয়ে দ্বিতীয় গোলটি করেন জারাতে।

ম্যাচের বাকী সময়ে আক্রমণের ধার বাড়িয়ে এগিয়ে যাওয়া আর্সেনাল শেষ বাঁশি বাজার আগেও কোনো গোলের দেখা পায়নি। তবে, ৮১ মিনিটের মাথায় চেম্বারলাইনের দারুণ একটি শট গোলবারের সাইড দিয়ে বেরিয়ে যায়।

দিনের অপর ম্যাচে নিউক্যাসল-সাউদাম্পটন ২-২ গোলে ড্র করে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ০৯ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।