সিলেট: সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়ানশিপের উদ্বোধনী ম্যাচের শ্রীলংকার বিপক্ষে ৫-০ গোলে সহজ জয় পেয়েছে ডিফেল্ডিং চ্যাম্পিয়ান ভারত।
উদ্বোধনী ম্যাচেই জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়নের দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলো ভারতের কিশোররা।
এর আগে রোববার (৯ আগস্ট) বিকেল ৫টায় উদ্বোধনী ম্যাচে মাঠে লড়াইয়ে নামে ডিফেল্ডিং চ্যাম্পিয়ান ভারত ও শ্রীলংকা।
খেলার প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও দ্বিতীয়ার্ধে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলংকার কিশোররা।
ডিফেন্ডার সৌরাভের হ্যাটট্রিকের সুবাদে ৫-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধের ৩১ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে নিয়ে যান সৌরভ মেহের। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র ২ মিনিটের মাথায় আত্মঘাতী গোলের শিকার হয় শ্রীলংকা। ভারতের জেরেমি লানদিনপুইয়ার বাঁ প্রান্তের ক্রস ক্লিয়ার করতে গিয়ে লঙ্কান অধিনায়ক মোহাম্মদ আফরান নিজেদের জালেই বল জড়িয়ে দেন। ভারত এগিয়ে যায় ২-০ গোলে।
দ্বিতীয়ার্ধের ৪মিনিটের মাথায় ডিফেন্ডার সৌরভ ডি বক্সের ভেতর থেকে আরো একটি গোল উপহার দেন ভারতীয় টিমকে। অসাধারণ খেলতে থাকা সৌরভ দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের মাথায় গোলবার থেকে ফিরে নিজের তৃতীয় ও দলের পক্ষে পঞ্চম গোলটি করে শ্রীলংকা দলকে গোলের জালে জর্জরিত করেন।
তবে খেলার শেষের দিকে (৪০ মিনিটে) তাকে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয়।
এর আগে ২২ মিনিটের সময় ভারতের পক্ষে ৪র্থ গোল করেন ৭ নম্বর জার্সি পরা মিডফিল্ডার মোহাম্মদ শাহজাহান। এর বিপরীতে ভারতের জালে একটি গোল পাঠাতে পারেনি শ্রীলংকার যুবারা।
গোলের পর গোলে শ্রীলংকা দল ক্লান্ত হয়ে পড়ে তখন টিম শ্রীলংকার ম্যানেজার গোলকিপার লাসকান জাপাকে মাঠের বাইরে পাঠিয়ে দেন। তার পরিবর্তে ডাকা হয় ফার্দিনান্দিকে।
উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ভারতের এই পারফরমেন্স জানান দিচ্ছে এবারও তারা টুর্নামেন্টের শক্তিশালী প্রতিপক্ষ। অবশ্য, গ্রুপ পর্বে আরো একটি ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হতে হবে ভারতকে।
এদিকে, সাফ চ্যাম্পিয়নশিপের মত গুরুত্বপূর্ণ আসরে সিলেটের ফুটবলপ্রিয় দর্শকের টানতে পারেনি আয়োজকরা। ২০ হাজারের বেশি টিকিট ছাপানো হলেও ফাঁকা গ্যালারিতে দর্শকের উপস্থিতি ছিলো একেবারে কম।
অবশ্য এ জন্য টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে টিকিট বিক্রি ও প্রচারণার অভাবকে দায়ী করছেন সাধারণ ক্রীড়ামোদি দর্শকরা।
তবে স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের খেলার দিনেই দর্শকদের উপস্থিতি আরও বাড়বে বলে মন্তব্য সংশ্লিষ্টদের।
উদ্বোধনী খেলায় রেফারির দায়িত্বে রয়েছেন- নেপালের নাবিন্দ্র মাহাজন ও সহকারী রেফারির দায়িত্বে আছেন আফগানিস্থানের শরিফ সারওয়ারি ও মালদ্বীপের আহমেদ গিয়াস।
সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কিশোর ফুটবলারদের এই লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং মালদ্বীপ অংশ নিচ্ছে।
এর আগে বিকেল পৌনে ৫টায় খেলোয়াড়দের সঙ্গে পরিচয়পর্বের মধ্য দিয়েই পর্দা উঠে আন্তর্জাতিক এই টুর্নামেন্টের।
শোকের মাস হওয়ায় কোনো ঝমকালো অনুষ্ঠানের আয়োজন রাখা হয়নি উদ্বোধনী অনুষ্ঠানে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পদাক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহিলা সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাফুফে’র সহ-সভাপতি বাদল রায়, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন সেলিম প্রমুখ।
খেলা সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। এছাড়া ধারাবিবরণী সম্প্রচার করছে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র।
সোমবার একই মাঠে একই সময়ে টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের নেপাল ও মালদ্বীপের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এএএন/এসএইচ