ঢাকা: চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে সোমবার ফেনী সকারকে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাইজেরিয়ান ইজেওডিকা সাইমনের জোড়া গোলেই ২-০ গোলের জয় পায় গোপীবাগের দলটি।
এই জয়ে চিরপ্রতীদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানকে পেছনে ফেলে ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাদার্স ইউনিয়ন। তবে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দলটির ঘাড়ে নিশ্বাস ফেলছে মোহামেডান ও আবাহনী।
ম্যাচটি প্রথমার্ধ ছিল গোলশূণ্য। ভুল পাস আর বাজে খেলার মহড়ায় শেষ হয় এ পর্ব। ফলে গোলের কোন সুযোগই সৃষ্টি করতে পারেনি কেউ।
তবে দ্বিতীয়ার্ধে শুরুতেই একটি জমজমাট লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়। প্রথমে গোলের একটা সুবর্ণ সুযোগ পেয়েছিল ফেনী সকার। ৫৪ মিনিটে ফেনী রক্ষণভাগের খেলোয়াড় রকির শটটি ব্রাদার্সের অভিজ্ঞ গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন।
আর ৬২ মিনিটে সুযোগ এসেছিলো ব্রাদার্সেরও। এ সময় নাইজেরিয়ান মিডফিল্ডার ইজেওডিকা সাইমনের ক্রসে বল পেয়ে শট নিয়েছিলেন ব্রাদার্সের অগাস্টিন ।
কিন্ত তার বল খুজে পায়নি জালের ঠিকানা। তবে ৭৫ মিনিটে ম্যাচে এগিয়ে যায় ব্রাদার্স। সাইমনের ডানপায়ের জোড়ালো শট পরাস্ত করেছে সকারের গোলরক্ষক গোলাম মোস্তফাকে (১-০)। আর ৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন প্রথম গোলের নায়ক নাইজেরিয়ান ইজেওডিকা সাইমন। বক্সের বাইরে থেকে বা ডান পায়ের জোড়ালো শটে ফেনীর জাল কাঁপিয়ে দেন তিনি (২-০)। খেলার বাকি সময় আর কোন গোল না হওয়ায় রেফারী শেষ বাঁশি বাজালে জয় নিয়েই মাঠ ছাড়ে সৈয়দ নাইমুদ্দিনের শিষ্যরা।
বাংরাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
ইয়া/এমএমএস