ঢাকা: দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি আর টিম স্পিরিট নষ্ট করার দায়ে ভারতীয় সিনিয়র হকি খেলোয়াড় গুরবাজ সিংকে নিষিদ্ধ করা হয়েছে। দলের মধ্যে বিরোধ বাধানোর দায়ে অভিজ্ঞ এ খেলোয়াড়কে নয়মাস নিষিদ্ধ করেছে দেশটির হকি ফেডারেশন।
ভারতের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে দুইশ’র উপরে ম্যাচ খেলা অভিজ্ঞ এ খেলোয়াড়ের বিরুদ্ধে দলের মধ্যে অসদাচরণ এবং বিরোধ তৈরির অভিযোগ উঠে।
ভারতীয় সংবাদমাধ্যম হতে জানা যায়, গুরবাজ তার বিরুদ্ধে অভিযোগ এবং নয়মাস নিষিদ্ধের ব্যাপারে ভারতের হকি ফেডারেশনের নির্বাহী বোর্ডের কাছে আপিল করতে পারবেন। তবে, তা ৩০ দিনের মধ্যেই করতে হবে বলে জানায় সংবাদমাধ্যমগুলো।
গুরবাজের বিপক্ষে এবারই প্রথম অভিযোগ উঠেনি। এই সিনিয়র ভারতীয় হকি খেলোয়াড়ের বিরুদ্ধে এর আগেও নানা রকম অভিযোগ উঠে। বেলজিয়ামে অনুষ্ঠিত বিশ্ব হকি লিগের সেমিফাইনালে দলের মধ্যে গ্রুপ ও বিরোধ গড়ে তুলেছিলেন গুরবাজ।
নয়মাস নির্বাসনের কারণে রিও অলিম্পিকে খেলা নাও হতে পারে গুরবাজের।
ভারতীয় হকি কোচ জুডে ফেলিক্স গুরবাজের বিরুদ্ধে বোর্ডের কাছে রিপোর্ট প্রদান করেন। তার রিপোর্টের ভিত্তিতেই নয়মাস সাসপেন্ড করা হয় গুরবাজকে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ১০ আগস্ট ২০১৫
এমআর