ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল

মালদ্বীপকে বিধ্বস্ত করে সূচনা নেপালের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
মালদ্বীপকে বিধ্বস্ত করে সূচনা নেপালের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়ানশিপের ‘বি’ গ্রুপের প্রথম খেলায় মালদ্বীপকে শুধু হারানোই নয়, রীতিমতো বিধ্বস্ত করেছে ছেড়েছে নেপাল। গ্রুপে পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৫-০ গোলের ব্যবধানে হারায় নেপালের কিশোররা।



সোমবার (১০ আগষ্ট) বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই নেপালি খেলোয়াড়দের কাছে কোনঠাসা ছিল মালদ্বীপের কিশোররা।

খেলা শুরুর তিন মিনিটের মাথায় বামপ্রান্তের কর্ণার থেকে আসা বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি মালদ্বীপ গোলরক্ষক আহমেদ নিশাম। ফিরতি বল পেয়ে আলতো টোকায় গোল করেন নেপালের ডিফেন্ডার লন পারিয়ার (জার্সি নং-১৫)। ১-০ তে এগিয়ে যায় নেপাল।

এরপর মালদ্বীপের গোলপোস্টে একাধিক আক্রমণ চলতে থাকে। খেলার ১৭ মিনিটে নেপালের রাজিব লোপচানের (জার্সি নং- ৩০) মাইনাস থেকে নেপালি ফরোয়ার্ড প্রিজেন তামাং (জার্সি নং-১০) প্লেসিং শটে গোল করলে নেপাল এগিয়ে যায় ২-০ গোলে।

এরপর খেলার ২১ মিনিটে ডানপ্রান্ত থেকে নেওয়া নেপালের কিশিতিজ রাজের (জার্সি নং-৯) কর্ণার কিকে উড়ে আসা বল হেড করে মালদ্বীপের জালে পাঠান ডিফেন্ডার সোমেন আরিয়াল (জার্সি নং-২)। খেলার প্রথমার্ধে আরও সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি নেপাল। ফলে প্রথমার্ধের খেলা শেষে নেপাল ৩-০ গোলে এগিয়ে থাকে।

বিরতির পর ৫৭ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে বাড়ানো বল ধরে একজনকে কাটিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করেন নেপালের প্রিজেন তামাং। যিনি প্রথমার্ধেও একটি গোল করেছিলেন।

খেলার একেবারে শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে নেপালের ২ নং জার্সিধারী সুমেন আরিয়াল আরো একটি গোল করেন। ফলে ৫-০ গোলের ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মালদ্বীপকে।

খেলায় রেফারির দায়িত্বে ছিলেন বাংলাদেশের রহমান ঢালি ও সহকারী রেফারির দায়িত্বে ছিলেন বাংলাদেশের মো. সেলিম মিয়া ও বিতু রাজ বড়ুয়া।

মঙ্গলবার (১১ আগস্ট) একই মাঠে একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের কিশোররা।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘন্টা, আগষ্ট ১০, ২০১৫
এএএন/এমআর

** বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।