ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

তোরের জোড়া গোলে সিটির শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
তোরের জোড়া গোলে সিটির শুভ সূচনা ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করলো ম্যানচেস্টার সিটি। ইয়াইয়া তোরের জোড়া গোলে ওয়েস্ট ব্রুমকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা।

দলের হয়ে অন্য গোলটি করেন ভিনসেন্ট কোম্পানি। এ ম্যাচে সিটির হয়ে অফিসিয়ালি অভিষেক হয় রাহিম স্টারলিংয়ের।

দ্যা হাওয়ার্তহর্ণ স্টেডিয়ামে এদিন আতিথিয়েতা নিতে যায় সিটিজেনরা। আর ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে গতবারের রানারআপ দলটি। এরই সুবাদে ম্যাচের নয় মিনিটেই লিড নেয় দলটি। জেসাস নাভাস গঞ্জালেসের সহায়তায় দুর্দান্ত একটি গোল করে দলের লিড নেন আইভরি কোস্টের এ তারকা মিডফিল্ডার তোরে।

এদিন মাঠের খেলায় অসাধারণ খেলা এ তারকা ম্যাচের ২৪ মিনিটে দলের লিড দ্বিগুনের পাশাপাশি নিজের জোড়া গোল পূর্ণ করেন। এবারের গোলে তোরেকে সহায়তা করেন উইলফ্রেড বনি। পরে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইতিহাদের ক্লাবটি।

দারুণ খেলতে থাকা সিটি ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে। আর ম্যাচের ৫৯ মিনিটে দলের লিড তিনে নিয়ে যান অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। ডেভিড সিলভার অ্যাসিস্টে অসাধারণ এক হেডের মাধ্যমে গোলটি করেন এ বেলজিয়ান তারকা।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পেলেগ্রিনির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।