ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কোরতোইসের লাল কার্ডে চেলসির আপিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
কোরতোইসের লাল কার্ডে চেলসির আপিল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছিল চেলসি মাঝারি মানের দল সোয়ানসি সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। আর স্ট্র্যামফোর্ড ব্রিজের সে ম্যাচে রেফারি কতৃক লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল গোলরক্ষক থাইবাউট কোরতোইসে।

তবে এবার এ লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবে ব্লুজরা।

সে ম্যাচে খেলার ৫২ মিনিটে গোলের নিশ্চিত একটি সুযোগ পেয়েছিল সোয়ানসি স্ট্রাইকার বাফেতিম্বি গোমিস। তবে সে সময় ২৩ বছর বয়সী কোরতোইস গুরুতর ফাউলের মাধ্যমে বাধা দিলে ম্যাচের দায়িত্বে থাকা রেফারি মিখায়েল অলিভার এ বেলজিয়ানকে সরাসরি লাল কার্ড দেখান। সে সময় চেলসি ২-১ ব্যবধানে এগিয়ে ছিল।

পরে কোরতোইসকে লাল কার্ড দেখলে গোলবার ফাঁকা হয়ে যায়। আর অস্কারের বদলি হিসেবে মাঠে নামেন দলের দ্বিতীয় গোলরক্ষক আসমির বেগোভিচ। তবে লাল কার্ডের পরিবর্তে সোয়ানসি পেনাল্টি পেলে গোমিস বেগোভিচকে পরাস্থ করে ম্যাচে সমতা আনেন।

মঙ্গলবার (১১ আগস্ট) ফুটবল অ্যাসোসিয়েশন কোরতোইসের আপিল শুনবে। লাল কার্ড পাওয়ায় স্বাভাবিক ভাবে তিনি আগামী রোববারের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠ নামতে পারবেন না। তবে এ ক্ষেত্রে যদি নিষেধাজ্ঞার মাত্রা একের বেশি হয় তাহলে আরো ম্যাচে মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে এ বেলজিয়ানের।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।