ঢাকা: ছয় বছরের মাথায় আবারো ছয়টি শিরোপা জয়ের পথে বার্সেলোনা। ২০০৯ সালে পেপ গার্দিওলার অধীনে রেকর্ড ছয়টি শিরোপা ঘরে তোলে কাতালানরা।
লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগের মিশন শেষ। সামনে উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যালেঞ্জ। তবে ফুটবল বিশ্লেষকদের মতে, দুর্দান্ত ফর্মে থাকা টিম বার্সার জন্য লক্ষ্য পূরণটা খুব বেশি কঠিন হবে না। সম্প্রতি রোমাকে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি জিতে নেয় লুইস এনরিকের শিষ্যরা। অবশ্য, প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচ বলে এর অতটা গুরুত্ব নেই।
তবে, নতুন মৌসুমের শুরুতেই উয়েফা সুপার কাপের চ্যালেঞ্জে সেভিয়ার মুখোমুখি হচ্ছে বার্সা। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে। এর দুদিন পরেই স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ। ১৭ আগস্ট ন্যু ক্যাম্পে ফিরতি পর্বের খেলা অনুষ্ঠিত হবে।
এক সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ‘ট্রেবল জয়ের পর এখন সামনের চ্যালেঞ্জগুলোও নিতে প্রস্তুত। তবে কাজটি যে মোটেই সহজ হবে না সেটিও আমরা জানি। আশা করছি, উয়েফা সুপার দিয়েই প্রথম ধাপ পার হতে পারব। ’
স্প্যানিশ মিডফিল্ডার আরও বলেন, ‘প্রতিপক্ষ দলগুলো খুবই ভালো ফুটবল খেলছে। তারাও সেরা মানের কোচের তত্ত্ববধানে আছে। কঠিন ম্যাচের অপেক্ষায় আছি। তবে দলগতভাবে আমরা খুবই উচ্ছ্বসিত যে, আমাদের ছয়টি শিরোপা জয়ের জোড়ালো সম্ভাবনা রয়েছে। তবে এ মুহূর্তে সবার চিন্তার জায়গাটা পরবর্তী ম্যাচকে ঘিরে। ’
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
আরএম