ঢাকা: গত ১১ জুন বিশ্বকাপ বাছাইপর্বে কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচে রেফারির সাথে তর্কে জড়ানোর মাশুল গুনতে হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খণ্ডকালীন কোচ লোডভিক ডি ক্রুইফকে। ম্যাচ চলাকালীন সময়েই তাকে মাঠ থেকে বের করে দেন সিঙ্গাপুরের রেফারি সুখবীর সিং।
আর সর্বশেষ খবর সে ম্যাচের শাস্তির সাথে আরো এক ম্যাচ যুক্ত হয়েছে। ফলে বিশ্বকাপ ও এশিয়াকাপের বাছাইপর্বের ম্যাচে আগামী ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার পার্থেও তাকে দর্শকের ভূমিকায়ই থাকতে হবে। সেই সাথে আরো ৮৫০০ সুইস ফ্রাঙ্ক জরিমানা গুনতে হচ্ছে ক্রুইফকে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। জরিমানার টাকা ক্রুইফকে নিজের পকেট থেকেই দিতে হবে বলে জানালেন সোহাগ। শাস্তি আর জরিমানা হলেও ক্রুইফ বাংলাদেশ দলের সাথে অস্ট্রেলিয়া যাবেন। এ উপলক্ষে ১৭ আগষ্ট বাংলাদেশ আসছেন তিনি।
এ ধরণের শাস্তি এই প্রথম পাচ্ছেন না ক্রুইফ। এর আগে ২০১৩ সালে নেপালে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় মার্চিং অর্ডার পেয়েছিলেন এই ডাচ কোচ।
বাংলাদেশ-অষ্ট্রেলিয়া ম্যাচে লাল-সবুজের জার্সিধারীদের কোচের ভূমিকায় থাকবেন বাংলাদেশ সহকারী কোচ সাইফুল বারী টিটু।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১১ আগষ্ট ২০১৫
ইয়া/এমআর