ঢাকা: ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হয়েছে, ‘ওয়ালটন অ্যামেচার রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৫’।
মঙ্গলবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন মো. জাহিদ আহসান রাসেল, এমপি (সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়)।
প্রতিযোগিতাটি চলবে ১৭ আগস্ট পর্যন্ত। এ বছর প্রথমবারের মতো ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয়েছে ওয়ালটন অ্যামেচার রেটিং দাবা প্রতিযোগিতা। যেখানে অনূর্ধ্ব-২০০০ ফিদে রেটিংধারী দাবাড়ুরা অংশ নিয়েছেন।
ওয়ালটন অ্যামেচার রেটিং দাবা প্রতিযোগিতায় ঢাকাসহ বিভিন্ন জেলা ও মহানগরী থেকে ১৬০ জন দাবাড়ু অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় প্রাইজমানি, ট্রফিসহ আরো ১৭টি প্রধান অর্থ পুরস্কার ও বিশেষ ক্যাটাগরিতে মহিলা ১টি, স্কুল অনূর্ধ্ব-১২ ১টি ও ননরেটেড ১টি সহ মোট ২০টি পুরস্কার থাকছে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১১ আগস্ট ২০১৫
এমআর