ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পিএসজি তারকাদের কাছে শিখবেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
পিএসজি তারকাদের কাছে শিখবেন ডি মারিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার অ্যাঞ্জেল ডি মারিয়া। এ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) নাম লিখিয়েছেন তিনি।

আর নতুন মৌসুমে নতুন ক্লাবটির অভিজ্ঞদের পাশে খেলতে মুখিয়ে রয়েছেন রিয়ালকে দশমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা পাইয়ে দেওয়া ম্যাচের নায়ক ডি মারিয়া।

২৭ বছর বয়সী আর্জেন্টাইন এ উইঙ্গারকে চার বছরের জন্য নেয় পিএসজি। ৪৪.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফ্রেঞ্চ ক্লাবটিতে আসেন তিনি।

লরা ব্লা’র পিএসজিতে ডি মারিয়া সতীর্থ হিসেবে পেয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ, এডিনসন কাভানি, থিয়েগো সিলভা, মারকুইনহোস, ডেভিড লুইজদের। এছাড়া পিএসজিতে আর্জেন্টাইন সতীর্থ ইজিকুয়েল লাভেজ্জি আর জাভিয়ের পাস্তোরেকেও পাবেন দেশের হয়ে ৬৬ ম্যাচ খেলা ডি মারিয়া।

এ প্রসঙ্গে ডি মারিয়া বলেন, আমি নতুন ক্লাবের প্রতিটি দিন কিছু না কিছু শিখতে চাই। এখানে বিশ্বমানের ফুটবলার যেমন কাভানি, ইব্রাহিমোভিচ, মার্কো ভেরাত্তি, থিয়াগো সিলভা এবং আরও খেলোয়াড় রয়েছে। বিশ্বাস করি তাদের থেকে আমি অনেক কিছু শিখতে পারব।

ঘরোয়া ট্রেবল জয়ী পিএসজিতে নাম লেখানো মারিয়া বলেন, এখানে খেলে আমি আরও তরুণ হতে চাই। একজন ফুটবলার তার ক্যারিয়ারের শেষ পর্যন্ত শিখতে পারে। মৌসুমের পর মৌসুম কোনো ফুটবলার অভিজ্ঞতা অর্জন করতে পারে। আমিও পিএসজির সতীর্থদের সঙ্গে থেকে শিখতে চাই। আমার চারপাশের ফুটবলারদের কাছ থেকে শিখবো, কি করে তারা খেলে, কিভাবে তারা খেলার স্টাইল পরিবর্তন করে।

পিএসজির সমর্থকদের নতুন মৌসুমে পাশে থাকতে অনুরোধ করেছেন ডি মারিয়া। জানিয়েছেন, মৌসুমের লিগ ওয়ানের শিরোপা জিততে মরিয়া হয়ে আছেন তিনি।

মাত্র এক মৌসুম আগেই ব্রিটিশ রেকর্ড ৫৯.১ মিলিয়ন পাউন্ড দিয়ে রিয়াল থেকে ডি মারিয়াকে নিয়ে আসে ম্যানইউ। কোপা ডেল রে’র ফাইনালে গোল, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েও রিয়াল থেকে বেরিয়ে ম্যানইউতে নাম লেখান তিনি। রিয়ালে দুর্দান্ত খেলা সেই ডি মারিয়া নতুন ঠিকানা ম্যানইউতে ছিলেন নিষ্প্রভ। দলের কোচ লুই ফন গালের মন জয় করতে পারেননি তিনি। ম্যানইউতে এক মৌসুম খেলে মারিয়া ২৭ ম্যাচে গোল করেন মাত্র ৩টি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ১১ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।