ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ব্রাজিল দলে পরিবর্তন চান না মেনেজেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
ব্রাজিল দলে পরিবর্তন চান না মেনেজেস ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকায় ব্রাজিলের ব্যর্থতার দায়ে কার্লোস দুঙ্গার সমালোচনা তো কম হয়নি। অনেকেই তার কোচের পদে থাকা নিয়েই প্রশ্ন তোলে।

তবে দুঙ্গার পাশে দাঁড়িয়েছেন সেলেকাওদের সাবেক কোচ মানো মেনেজেস। এমনকি তিনি দলের মধ্যে বড় ধরণের পরিবর্তন আনারও পক্ষপাতী নন।

২০১০ বিশ্বকাপের পরই দুঙ্গার স্থলাভিষিক্ত হন মেনেজেস। অবশ্য দু’বছর পরই তিনি চাকরি হারান। আর গত বছর দেশের মাটিতে বিশ্বকাপ স্বপ্ন ভেস্তে যাওয়ায় লুইস ফেলিপে স্কলারি সরে দাঁড়ান। পরে দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের কোচের দায়িত্ব পান দুঙ্গা। তার অধীনে নেইমার-অস্কাররা টানা ১০টি প্রীতি ম্যাচে জয় পেলেও কোপা আমেরিকার শেষ আটের গন্ডি পেরোতে পারেনি।

চলতি সপ্তাহেই কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণা করবেন দুঙ্গা। চিলিতে অনুষ্ঠিত কোপার কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে হারের পর প্রথম মাঠে নামবে সেলেকাওরা। সেপ্টেম্বরের ৫ ও ৮ তারিখে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

ধারণা করা হচ্ছে, আসন্ন ম্যাচগুলো সামনে রেখে দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। তবে এমনটি মনে করেন না মেনেজেস। ‘আমার মনে হয় না দলের মধ্যে খুব বেশি পরিবর্তন আনবে দুঙ্গা। দল গোছানোর বিষয়টি তার ভালোবাবেই জানা আছে। সে এখনো তার শিষ্যদের ওপর আস্থা হারায়নি। কোপায় ব্যর্থতার কারণে হয়তো দু-একজন নতুন খেলোয়াড় যুক্ত হতে পারে। ’

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।