ঢাকা: বদলি হিসেবে মাঠে নেমেই বার্সেলোনার নায়ক বনে যান পেদ্রো রদ্রিগেজ। তার গোলেই উয়েফা সুপার কাপের শিরোপা নিশ্চিত করে লা লিগা চ্যাম্পিয়নরা।
সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলে এগিয়ে থেকেও নির্ধারিত নব্বই মিনিট শেষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বার্সা। নাটকীয়ভাবে তিন গোল পরিশোধ করে সমতায় ফেরে ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৩ মিনিটে হাভিয়ের মাশ্চেরানোর বদলি হিসেবে মাঠে নামেন পেদ্রো। এর ২২ মিনিট পর তার দেওয়া গোলেই ট্রেবল জয়ীরা আরেকটি শিরোপা ঘরে তোলে।
এক সাক্ষাৎকারে পেদ্রো বলেন, ‘আমি এক বাক্যে বার্সা ছাড়ার কথা বলতে পারছি না। বর্তমান পরিস্থিতিতে এখানে আমি সুখী নই। এ ব্যাপারে অধিনায়ক, ক্লাব প্রেসিডেন্ট ও কোচের সঙ্গে কথা হয়েছে। তবে রবার্ট ফার্নান্দেজের কথাটা সত্য নয়। কখনোই আমি সরাসরি ক্লাব ছাড়ার ইচ্ছা ব্যক্ত করিনি। ’
তিনি আরও বলেন, ‘টিমে আমাকে নিয়ে কিভাবে ভাবা হয় তা আমার জানা নেই। তবে সবসময়ই বার্সার সমর্থক হয়ে থাকব। যখন ক্লাব ছাড়ার গুঞ্জন ওঠে, তখন পরিস্থিতিটা আমার জন্য খুবই কঠিন ছিল। সবসময় ক্লাবের হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমার লক্ষ্য হচ্ছে, দলের হয়ে যত বেশি সম্ভব ম্যাচ খেলা। সাইড বেঞ্চে বসে থাকতে চাই না। ’
স্প্যানিশ স্ট্রাইকার উল্লেখ করেন, ‘যখন শুনলাম নেইমারের অসুস্থতার কারণে বদলি হিসেবে খেলতে পারব, তখন খুবই রাগান্বিত হই। আবারও বলছি, আমি বার্সা ছাড়তে চাই না। এখানে অর্থের কোনো প্রশ্ন নেই। নিয়মিত দলের হয়ে খেলতে চাই। তবে পরিস্থিতিটা দিন দিন কঠিন হয়ে পড়ছে। ’
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
আরএম