ঢাকা: পাঁচ বছরের চুক্তিতে ইন্টার মিলান ছেড়ে স্টোক সিটিতে যোগ দিয়েছেন জার্দান শাকিরি। এর আগে সুইজারল্যান্ডের এ তারকা উইঙ্গার বায়ার্ন মিউনিখের হয়ে তিন মৌসুম খেলেছিলেন।
বেশ কিছুদিন ধরেই শাকিরিকে দলে ভেড়াতে বেশ তোড়জোড় চালায় স্টোক। অবশেষে ক্লাব রেকর্ড ১২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ২৩ বছর বয়সী এ উইঙ্গারকে দলভুক্ত করেছে ইংলিশ ক্লাবটি। গত সোমবার (১০ আগস্ট) তার মেডিকেল পরীক্ষা করানো হয়।
এ বছরের জানুয়ারিতে বায়ার্ন ছেড়ে ইতালিতে পাড়ি জমান শাকিরি। সাড়ে চার বছরের চুক্তি হলেও মাত্র আট মাসের মাথায় তিনি ইন্টার মিলান অধ্যায়ের ইতি টানেন।
স্টোকে যোগ দিতে পেরে বেশ উচ্ছ্বসিত শাকিরি। ‘স্টোকের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ায় আমি খুবই খুশি। গত তিন দিনে ক্লাবের সেরা কয়েকজন ব্যক্তির সঙ্গে পরিচিত হয়েছি। ব্রিটান্নিয়া স্টেডিয়ামের পরিবেশটাও দারুণ। ’
সুইস তারকা উল্লেখ করেন, ‘স্টোকের কোচ মার্ক হিউজ, প্রধান নির্বাহী টনি স্কোলস ও টেকনিক্যাল ডিরেক্টর মার্ক কার্টরাইটকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। তাদের সহায়তা ছাড়া কয়েক মাস ধরে ঝুলে থাকা চুক্তি বাস্তবায়ন সম্ভব হতো না। নতুন সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। ক্লাবের হয়ে মাঠে নামতে আমার তর সইছে না। ’
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
আরএম